কখনও জামা কাপড় তো কখনও অন্য কোনও কারণের জন্য 🙈আকছার কটাক্ষের মুখে পড়েন মা ধারাবাহিক খ্যাত ঝিলি🐷ক ওরফে তিথি বসু। সদ্যই তিনি মানালি সফরে যাওয়ার সময় ট্রেনে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর সেসব ভুলে তিনি এদিন তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। জানালেন প্রেম করছেন। আলাপ করালেন প্রেমিকের সঙ্গে।
আরও পড়ুন: 'গোবিন্দ' দাঁত না মাজলেও প্রেম করে! কিলবিল সোসাই𝕴টিতে কোন চমক নিꦰয়ে আসছেন অঙ্কুশ?
প্রেমিকের সঙ্গে আলাপ করালেন তিথি
এদিন তিথি তাঁ🦩র মানালি সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। সেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি একা নেই, আছে তাঁর সঙ্গে আরও একজন। তাঁর প্রেমিক। যদিও তিথি বা তাঁর প্রেমিক কারও মুখ দেখা যাচ্ছে না। এক ছবিতে তাঁরা বরফ ঢাকা পাহাড়ে সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছেন, আরেকটিতে দুজন মিলে দূরে দেখছে। আর তৃতীয় ছবিতে প্রেমিকের বুকে মুখ লুকিয়েছেন তিনি। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত খালি আমি আর সে।' যদিও বর্তমানে এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা ডিলিট করে দেন।
তিথি এদিন তাঁর সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতেই অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মা♎ ধারাবাহিকের ঝিলিককে ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

ফের বিতর্কে তিথি
প্রসঙ্গত কিছুদিন আগে তাঁরা যখন ট্রেনে করে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই সময় তাঁদের এক সহযাত্রী তিথির একটি ছবি পোস্ট করে অভিযোগ করে জানান তাঁদের দল নাকি ট্রেনে চিৎকার চেঁচামেচি করেছেন, জোরে গান বাজিয়েছেন। তার পাল্টা জবাবও দিয়েছেন তিথি🐎। জ𒊎ানিয়েছেন তাঁরা গান বাজালেও অনুরোধ করায় সেটা বন্ধ করেন। ওই নির্দিষ্ট অভিযোগকারী ব্যক্তি ওঁর টিম আপত্তি করলেও বাকি সহযাত্রীরা নাকি তাঁর সঙ্গে ছবি তুলেছেন, আড্ডায় যোগ দিয়েছেন।
আরও পড়ুন: ৬০০ কোটির থেকে নামমাত্র দূর ছাবা! গতি শ্লথ হলেও বক্স অফিসে𒊎 ৪১ দিনে কত আয় করল ভিকির ছবি?