বহুদিন পর গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন উষসী রায়। তাঁর সঙ্গে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং সপ্তর্ষি মৌলিক। গল্পে মাঝে দেখানো হয়েছিল যে সুস্মিত তাঁর স🎉্মৃতি হারিয়ে কলকাতায় চলে গিয়েছে। এদিকে সন্তানের কথা ভেবে সপ্তর্ষি দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে উষসী। এমন অবস্থায় ফের আমেরিকায় ফিরে এসেছেন সুস্মিত। এদিন তাঁর এবং কৌশাম্বির তেমন একটি দৃশ্যের ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। আর সেই দৃশ্যের 'জঘন্য এডিটিং' দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না দর্শকরা। চলছে তুমুল ট্রোলিং।
আরও পড়ুন: 'আমি চাই ক্রিমিনালটা দেখুক', প্রতারকের খপ🎉্পরে ময়ূরী! কী খোয়ালেন সা রে গা মা প💎া -এর রানার আপ?
আরও পড়ুন: হাতে রক্তমাখা কুড়ুল, লম্বা উশকো-খুশকো চুলে রঘু ডাকাতে🌱র বেশে ধরা দিলেন দেব! আপডেট দিয়ে কী জানালেন?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুস্মিত এবং কৌশাম্বি আমেরিকায় ফিরে এসেছেন। তাঁরা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাঁটছেন। আর সুস্মিতের উদ্দেশ্যে কৌশাম্বি বলছেন, 'দাদা যে কী করে জিরো থেকে নিউ ই💯য়র্কের এই অফিস সেট আপ করছে না! সত্যি ইম্পসিবলকে যে কীভাবে পসিবল করতে হয় দাদা বাস্তবে করে দেখিয়েছে♎। তুমি ভাবতে পারবে না আমাদের ওই অফিসে এখন কতজন কর্মী। আমি ওঁকে নিয়ে খুব খুব গর্বিত। চলো...' তাঁদের এই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডের এডিটিং দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে এটা নাকি যারপরনাই খারাপ এডিটিং হয়েছে। আর সেটার জন্যই চলছে ট্রোলের বন্যা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'তারাও জানে যারা এইসব সিরিয়াল দেখে তাদের ব্রেইন হাঁটুতে থাকে।' আরেকজন লেখেন, 'বিনা পয়সায়, শুধু গ্রিন স্ক্রিন বসিয়ে, ২-৩ ঘণ্টা সময়ের মধ্যে এই রকমই ♒এডিটিং হবে। BG-তে শুধু png বসিয়ে দিয়েছে, colour gradding ও করেনি। যেমন ক্লায়েন্ট তেমনি কাজ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমার মনে হয় সিরিয়াল নির্মাতারা মনে হয়🃏 ইচ্ছে করেই এসব হাস্যকর দৃশ্য বানায় যাতে ভাইরাল হয়।' চতুর্থ জনের মতে, 'প্রোডাকশনের নির্ঘাত বাজেট কম।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'টাকা কম দিলে তো এসব হবেই! এতে অবাক হওয়ার কী আছে?'
আরও পড়ুন: বিয়ের পরও রান্না পারেন না সুস্বাতী! দিদি নম্বর ১-এ ফাঁস অন্বেষা-শুভশ্রীদের হেঁসেলের গোপন কথা
গৃহপ্রবেশ ধারাবাহিক প্রসঙ্গে
গৃহপ্রবেশ ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। এটি প্র🌸তিদিন 🎃রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়।