রুবেল দাসের সঙ্গে জুটি বেঁধে আরও একবার 🌌টেলিপর্দায় হাজির অভিনেত্রী মোহনা মাইতি। 'গৌরী এলো' ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন মোহনা। সাফল্যও আসে। এরপর তাঁকে দেখা যায়, 'কে প্রথম কাছে এসেছি' সিরিয়ালে, সিঙ্গল ম🙈ায়ের ভূমিকায়। আর এবার রুবেলের সঙ্গে জুটি বেঁধে 'তুই আমার হিরো' সিরিয়ালে অভিনয় করছেন মোহনা।
চুটিয়ে অভিনয় করছেন, তবে অনেক অল্প বয়সেই অভিনয় দুনি𓃲য়ায় পা রেখেছিলেন মোহনি মাইতি। অনেকেই হয়ত জানলে চমকে যাবেন বর্তমানে তিনি বছর ১৮র। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মো📖হনা।
হ্যাঁ, ঠিকই শুনছেন। একদিনে নতুন সিরিয়ালের শ্যুটিংয়ের চাপ, তার উপর উচ্চ-মাধ্যমি🌜ক পরীক্ষা চলছে। কীভাবে সবটা সামলাচ্ছেন অভিনেত্༺রী?
মোহনা জানিয়েছেন তিনি CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী। তাও আবার পিওর সাইন্সের ছাত্রী তিনি। তাঁর রয়েছে, ইংরাজি, অঙ্ক, জীববিজ্ঞান, পদಌার্থ বিদ্যা, রসায়নের মতো বিষয়। কিন্ত বোর༺্ডের পরীক্ষা কীভাবে সামাল দিচ্ছেন?

মোহনা জানাচ্ছেন, পরীক্ষার জন্য মোটামুটি ভালোই প্রস্তুতি নিয়েছেন তিনি। একটু টেনশন হচ্ছে, কারণ শ্যুটিং চলছে। সারাদিন শ্যুটিং সেরে বাড়ি ফিরে রাত ২টো পর্যন্ত পড়াশোনা করেন তিনি। আবার পরদিন সকালে শ্যুটিংয়ে বেরিয়ে পড়েন। তবে তাঁর কথায়, ‘একটু ভয়ে ভয়েই পরীক্ষা দিচ্ছি। দেখা যাক কী হয়…।’ প্🐻রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা রয়েছেন, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
তবে এই প্রথম নয়, অনেক অল্প বয়স থে🦋কেই নাচ-গান, অভিনয় এসব নিয়েই রয়েছেন মোহনা। 'ডান্স বাংলা ডান্স'-এর স্টেজ থেকেই তাঁর উত্থান। এরপর যখন তিনি 'গৌরী এলো'তে কাজ করছিলেন, তখন তিনি ছিলেন ক্লাস টেনের ছাত্রী। আর এবার ক্লাস টুয়েলভ। তবে বরাবরই শ্যুটিংয়ের ফাঁকে, শট দেওয়ার ফাঁকে মেকআপ রুমে পড়াশোনার অভ্যেস রয়েছেন মোহনার।
তবে ভালো অভিনেত্রী হ🀅ওয়ার পাশাপাশি পড়াশোনাতেও মন্দ নন মোহনা। ভবিষ্যতে অঙ্কে স্নাতক হওয়ার ইচ্ছে রয়েছেন তাঁর। এছাড়াও ইংরাজিও মোহনার 🥂পছন্দের বিষয়। তবে পদার্থ বিজ্ঞান তাঁর পছন্দ নয়।