সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ারের অনুষ্ঠান। সেখানে অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে তাক লাগিয়েছেন মনামী ঘোষ। নজর কেড়েছেন তাঁর অন্য রকম ভাবনা🥃 এবং সাজ পোশাক দিয়ে। প্লাস্টিকের পোশাকের সঙ্গে তাঁর হাতে মাছ নিয়েছিলেন একটি🌺 বিশেষ সামাজিক বার্তা দিতেই। কী সেটা?
আরও পড়ুন: সুরের জাদু নয়, নাচের 🐼তালে কনসার্ট জমালেন অরিজিৎ! ভাঙরা নাচলেন শাহরুখের কোন গানে?
কী জানিয়েছেন মনামী?
ফিল্মফেয়ারে মনামী ঘোষ প্লাস্টিকের ড্রেস এমনকি প্লাস্টিকের স্ট্র্যাপ দিয়ে বানানো জুতো করে তাক লাগিয়েছেন সকলে। কিন্তু যেটা সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর হাতে থাকা কাচের ব্যাগ এবং তাতে থাকা একটি জীবিত মাছ। তাঁর এই পোশাক এবং ভাবনা যেমন একদিকে প্রশংসি💝ত হয়েছে তেমন আরেক দিকে কটাক্ষের শিকার হয়েছেন অভিন✤েত্রী। কিন্তু হঠাৎ এই ভাবনা কেন যে ফ্যাশনের মধ্যে মাছকেও রাখা যেতে পারে। এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সেটাও ছিল একটি সামাজিক বার্তা।
এই বিষয়ে পদাতিক অভিনেত্রী বলেন, ' ওই অনুষ্ঠানে পরেছিলাম রিসাইকেল করা প্লাস্টিকের পোশাক। সঙ্গে রেখেছিলাম জলের মধ্যে জ্যান্ত মাছ। বার্তা𝐆 দিতেই প্লাস্টিকের পোশাকের সঙ্গে গ্লাস ব্যাগে মাছ রেখেছিলাম। আমরা অনেক সময়েই অনেক জলাশয়ের পাশে প্লাস্টিকের গ্লাস, বাটি, ইত্যাদি দেখতে পাই। বা জলের বোতল কিংবা ঠান্ডা পানীয়ের বোতলও থাকে। অনেকেই আবার পাহাড়েও প্লাস্টিক ফেলে চলে যান। অনেকে ভুল করে এমনটা করেন, খেয়াল করেন না। অনেকেই আবার এটা নিয়ে তেমন সতর্ক নন। এতে জলে যে জীব থেকে তাঁদের বিপদের মধ্যে পড়তে হয়। সেই বার্তা দিতেই মাছ রেখেছিলাম।'
অভিনেত্রী এদিন এও জানান এই ধরনের কাচের ব্যাগ বিদেশের মাটিতে দারুণ জনপ্রিয়। তবে অ♉ভিনেত্রী যে ব্যাগ নিয়েছিলেন সেটা এখানেই বানানো হয়েছে। তিনি জলের প্রাণীদের সুস্থ থাকার বার্তা দিতে এদিন সঙ্গে করে মাছ আনেন। তারপর ফের সেটিকে অ্যাকুয়ার🍬িয়ামে রেখে দিয়েছেন।