১০ মার্চ শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। এবার জানা গেল এসভিএফ প্রযোজিত এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন আরেক অভিনেত্ꦅরী। কে তিনি? দেবযানী চট্টোপাধ্যায়। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বসন্তে ফের প্রেমের রং লেগেছে স্বস্তিඣকার জীবনে? পূর্ণিমার রাতে কার সঙ্গে সমুদ্র সৈকতে কাটালেন সময়?
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেবযানী
দেবযানী চট্টোপাধ্যায় ছোট পর্দার অতি চেনা মুখ। একাধিক ধারাবাহিকে তিনি খলনায়িকার চরিত্রে ধরা দিয়েছেন। কাজ করেছেন যমুনা ঢাকি, সর্বজয়া, জরোয়ার ঝুমকো সহ একাধিক মেগায়। এছাড়াও একাধিক বড় পর্দা বা ওয়েব মাধ্যমের প্রজেক্টেও কাজ 🅠করেছেন তিনি। যেমন তীরন্দাজ শবর, দুর্গা সহায়, ইত্যাদি। এবার তিনি এন্ট্রি নিচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। বলাই বাহুল্য জিতু এবং দিতিপ্রিয়ার মতো তিনিও বহুদিন পর ছোট পর্দায় ফিরলেন।
দেবযানী চট্টোপাধ্যায়কে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে বরের মায়ের চরিত্রে দেখা যাবে। অর্থাৎ জিতু কমলে🤡র মায়ের চরিত্রে অভিনেত্রী ধরা দেবেন বলেই জানা গিয়েছে। তবে সেই চরিত্র নেতিবাচক শেডের হবে না পজিটিভ সেটা এখনই জানা যায়নি।
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক প্রসঙ্গে
যেহেতু চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর জিতু কমল এবং দিতিপ্রিয়া কামব্যাক করেছেন সেহেতু প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বয়সে বিস্তর ফারাক এমন দুজনেඣর প্রেমের গল্প ফুটে উঠছে এই মেগায়। প্রথমে ধারাবাহিকের নাম রাখা হয় তোমাকে ভালোবেসে। পরে সেটা বদলানো হয়। এই বিষয়ে বলে রাখা ভালো, প্রথম সপ্তাহেই তাক লাগিয়েছে চিরদিনই তুমি যে আমার। টিআরপি তা🤡লিকায় সাত নম্বর স্থানে জায়গা পাকা করে নিয়েছে।
আরও পড়ুন: ২ মিলিয়ন ভিউজে আয় মাত্র ১২ ডলার! মাথ𒆙ায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের, খুশি নেটপাড়ার 🐈একাংশ, কেন?