প্রত্যেক সপ্তা𒐪হের মতোই বৃহস্পতিবার সামনে এসেছে TRP। আর এবার টিআরপি তালিকার চমক হল তৃণা সাহার সিরিয়াল 'পরশুরাম আজকের ন𓆉ায়ক'। এবার 'বেঙ্গল টপার' 'পরিণীতা'র ঘাড়ে একপ্রকার নিঃশ্বাস ফেলছে সে। পরিণীতা গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটাই কম নম্বর পেয়েছে, তার সংগ্রহে মাত্র ৬.৮ রেটিং। অন্যদিকে তৃণা-ইন্দ্রজিতের সিরিয়াল পেয়েছে ৬.৪ রেটিং। সে যাই হোক।
'পরশুরাম আজকের নায়ক' সিরিয়ালটি TRP রেটিং-এ ২ নম্বরে উঠে আসতেই নিজের সিরিয়ালের গল্প নিয়ে মুখ খুলেছেন তৃণা সাহা। তৃণা অবশ্য টেলিপর্দার দর্শকদের কাছে বরবরই জনপ্রিয়। পরশুরাম-এর গল্প দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী অর্থাৎ তৃণা ইন্দ্রজিৎ পরস্পর পরস্পরের থেকে কোনও কিছু গোপন করার চেষ্টা করছেন। সত্যিই কি স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনও কিছু গোপন করা কি🌳 উচিত?
এবিষয়ে আনন্দবাজারকে তৃণা সাহা বলেন, কারোর বিষয়েই ১০০ শতাংশ জানা সম্ভব নয়। এমনকি বাবা-মাও সন্তানের সবকিছু সবসময় জানেন না। সেটা সম্ভবও না। তৃণার কথায়, ‘আমার মনে হয়, কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসাই ভাল। ༒আমার তো অন্তত এমনই ভাল লাগে। সবকিছু জেনে ফেললে, আগ্রহও কমতে থাকে।’ তাঁর কথায়, ‘সম্প🐟র্কে স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। তবে কোনওকিছু গোপন করা মানেই প্রতারণা নয়।’
আরও পড়ুন-সদ্য মা হয়েছেন মানসী স🦩েনগুপ্ত, হাসপাতালে হাজির ছোট্ট দিদি তুহু, ভাইকে দেখে কী বল𓆉ল সে?
প্রশ্ন ছুড়ে 🍨দিয়ে তৃণা বলেন, ‘একটা বয়সের পর বাবা-মাকেও আমরা সবটা বলিꦬ না, তার মানেই কি প্রতারণা!’ অভিনেত্রী মনে করেন যে কোনও মানুষের সম্পর্কেই ধাপে ধাপে জানলেই আগ্রহ বাড়ে।
সিরিয়ালꦉের গল্পে তৃণার চরিত্রটি ধনী পরিবারের মেয়ের একটি চরিত্র। স্বামীকে ভালোবেসে ২ কামরার ফ🔴্ল্যাটে সংসার পেতেছে সে। দুই সন্তান আর সংসার নিয়ে রীতিমতো হিমশিম খায়।
তবে সিরিয়ালের গল্পে পরশুরামের কিন্তু আরেকটি দ্বৈত সত্ত্বাও রয়েছে। এই সিধেসাধা মানুষটার পিছনে রয়েছে, এক আন্ডারকভার এজেন্ট। বা𝕴জারে গিয়েও, চোখে পড়ে যায় এক চোরাচালানকারীদের। যেটা কিন𒀰া তার স্ত্রীও জানে না। তাই স্ত্রীর থেকে লুকোতে বারবার ছদ্ম অভিনয় করতে হয় পরশুরামকে। কিন্তু সিরিয়ালের গল্পে স্বামীর থেকে ঠিক কী লুকেচ্ছেন তৃণা? তাঁর চরিত্রটিও কি আদৌ ইতিবাচক? সেটাই ক্রমশ প্রকাশ্য।
এদিকে তৃণী সাহার ব্যক্তিগত জীবনেও নীলের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন রটে যায়। শোনা যাচ্ছিল, ৪ বছরের চুক্তিতে নাকি বিয়ে করেছেন তাঁরা!𝔍 যদিও তৃণা সাহা সাফ জানিয়ে দিয়েছিলেন ‘পুরোটাই গুঞ্জন, মিথ্যে, এসব কিছুই ঘটছে না। ’