রাত পোহালেই দোল। রঙের উৎসবে মেতে উঠবে গোটা ভারত। কিন্তু জানা গেল এবার দোলোৎসব পরিবারের সঙ্গে কাটাবেন না রাজ চক্রবর্তী। রং খেলবেন না শু💫ভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু কেন?
আরও পড়ুন: দুই পাশে দুইজনের অর্ধেক মুখ, মাঝে লেখা ‘শামিয⛄়ানা’! জিতের বাড়ির বাই𝔉রে থাকা এই লেখার অর্থ কী?
এবার পরিবারের সঙ্গে দোল খেলবেন না রাজ
প্রতিবারই রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তাঁদের হালিশহরের বাড়িতে ধুমধাম করে দোল উদযাপন করতে দেখা যায়। সন্তান, বন্ধুদের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন এ๊ই তারকা জুটি। রঙে রঙে রঙে রঙিন ছবি ভাগ করতেও ভোলেন না তাঁরা। কিন্তু এবারে প্রতিবারের মতো সেই চেনা ছবি দেখা যাবে না। আনন্দবাজারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এবার গোটা পরিবারকে নিয়ে দোলের সময় হালিশহরে যাচ্ছেন না বাবলির পরিচালক।
এমনকি শুভশ্রীর সঙ্গেও কাটাবেন না এই বিশেষ দিনটি। তবে তাঁর সঙ্গে থাকবে এক বিশেষ মানুষ। কে? তাঁদের ছেলে ইউভান। ছেলেকে নিয়ে দোলের আগের দিনই নর্থ বেঙ্গল চলে যাꦡচ্ছেন রাজ। এবারের দোল তাঁরা সেখানেই কাটাবেন। মেয়ে নেহাত ছোট তাই তাকে সঙ্গে নিচ্ছেন না তৃণমূল নেতা তথা পরিচালক। ইয়ালিনি মায়ের কাছে শহরেই থাকবে। অন্যদিকে বাপ বেটায় উত🎐্তরবঙ্গে রঙের উৎসব কাটাবেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রাজ চক্রবর্তী জানিয়েছেন,🏅 'ইউভান বড় হয়েছে ওকে জঙ্গল, প্রকৃতি চেতনায় হবে। তাই উত্তরবঙ্গে থাকব আমরা এই সময়। পশু পাখি চেনাব ওকে কাছ থেকে। জঙ্গল দেখবে।'
কিন্ত🐭ু শুভশ্রী কেন সঙ্গী হলেন না রাজেদের এই সফরে? জানা গিয়েছে পরিচালক ছেলের সঙ্গে কিছুটা সময় একা কাটাতে চেয়েছিলেন। অন্য রকম দোল কাটানোর পরিকল্পনা তাঁর। সেই জন্যই এই বছর প্রতিবারের মতো চক্রবর্তী পরিবারের দোলের চেনা ছবি দেখা যাবে না।
শুভশ্রী নিজেও এদিন ছেলে এবং বরের স🅺ফর শুরুর ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে বিমানের সামনে ইউভান বাবার হাত ধরে দাঁড়িয়ে। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমায় মিস করো। আমি এখনই তোমাদের মিস করছি।'

আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আসব বাড়ি গিয়ে', কি🧔রণের অভিযোগ খারিজ করতেই সায়ন্ত𝓰কে জবাব দেবচন্দ্রিমার
প্রসঙ্গত শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর༒্তমানে ড্যান্স বাংলা ড্যান্স শোয়ের শ্যুটিংয়ে ব্যস্ত। তিনি এই শোয়ে অন্যতম বিচারক হিসেবে আছেন অঙ্কুশ হাজরা, যিশু সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়🔜ের সঙ্গে। এছাড়া অভিনেত্রীর হাতে বেশ কিছু ছবিরও কাজ আছে। কিন্তু ব্যস্ততার জন্য যে তিনি ছুটিতে গেলেন না সেটা নয়।