😼 রবিনা ট্যান্ডনের সঙ্গে তাঁর মেয়ে রাশা থাডানির বন্ডিং যে খুবই সুন্দর তা চোখে পড়েছে বারবার। মায়ের মতো মেয়েও চায় বলিউডে নিজের কেরিয়ার গড়তে। আর তাই মডেলিং দিয়ে শুরু করেছে তাঁর যাত্রা।
🌠জীবনের প্রথম রোজগার করে মাকে তো উপহার দিতেই হবে! রাশার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। জীবনের প্রথম বেতন পেয়ে রাশা তাঁর মাকে কিনে দিল একটি সুন্দর উপহার। আর মা রবিনাও মহা খুশিতে সেই উপহার দেখালেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন ভাইরাল।
আরও পড়ুন: (ꦉব্ল্যাক হাঙ্ক লুক নিয়ে হাজির রণবীর, নেটিজেনদের চক্ষু চড়কগাছ! কোন ছবির লুক?)
🥂ইন্সটাগ্রাম পেজ ‘ভাইরাল ভয়ানি’ একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, বাদামি রঙের হ্যান্ডব্যাগ নিয়ে হাজির রবিনা। সঙ্গে পরনে ছিল সোনালি ক্রিম রঙের একটি পোশাক। কিন্তু হাতের সেই ব্যাগটিই নজর কেড়েছে সকলের।
🧜হ্যান্ডব্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রবিনা আনন্দে আত্মহারা হয়ে জানান, ‘এই লুকটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার মেয়ে রাশা, তাঁর প্রথম বেতন থেকে আমাকে এই ব্যাগটি উপহার দিয়েছে। এটি তাঁর প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট থেকে’।
আরও পড়ুন: ♚(‘অনবদ্য মানুষ...’ রতন টাটার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা পাকিস্তানি গায়ক জোহেবের)
আরও পড়ুন: 𒈔('স্নায়ুর অসুস্থতায় মৃতপ্রায় হয়ে পড়েছিলেন বিগ বি...' , জানালেন ‘শাহেনশাহ’ পরিচালক)
ജমেয়ের সাফল্যে গর্বিত মা রবিনা পাপারাজ্জিকেও জানিয়েছিলেন যে তিনি যে হ্যান্ডব্যাগটি বহন করছেন তা আসল চামড়ার নয়। হাসিমুখে তিনি বলেন, ‘ সত্যি কথা বলতে, এটি নকল চামড়া।'
আরও পড়ুন: ⛎(২০২৪ সালে ভারতের 'সবচেয়ে সুন্দর নিরামিষাশী তারকা'র তকমা পেলেন জ্যাকলিন ও রীতেশ)
আরও পড়ুন: 𓆏(তুম্বাদ-এর ৬ বছর পূর্তিতে নতুন ছবি ঘোষণা সোহমের, নতুন বছরে আসছে কী?)
꧋শোনা যাচ্ছে, রবিনা ট্যান্ডনের মেয়ে অভিষেক কাপুরের একটি ছবিতে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। অজয় দেবগনের ভাগ্নে আমন দেবগন এই ছবির সহ-অভিনেতা । এছাড়াও তাঁর পাইপলাইনে আছে ‘আরসি ১৬’ নামের তেলুগু ছবি। সেখানে দক্ষিণী অভিনেতা রামচরণের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাশাকে।
♛অন্যদিকে, ' ওয়েলকাম টু দ্য জঙ্গল' -এর জন্য অক্ষয় কুমারের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করবে রবিনা। ছবিতে আরও অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, লারা দত্ত এবং আরশাদ ওয়ার্সি।