চলতি বছরের ২৬ জানুয়ারি রবিবার নতুন🎶 করেꦐ সাতপাকে বাঁধা পড়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন আরজে অয়ন্তিকা। হিরজিৎ মজুমদারের সঙ্গে দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন অয়ন্তিকা। সেই সময় বেশ কিছু ছবি তিনি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন। এবার প্রায় দু'মাস পর তাঁর বিয়ের ভিডিয়ো শেয়ার করে নিলেন তিনি।
সোমবার সমাজমাধ্যমের পাতায় অয়ন্তিকা তাঁর বিয়ের ভিডিয়ো অনুরাগীদ✨ের সঙ্গে ভাগ করে নেন। এর আগে যখন তিনি তাঁর বিয়ের ছবি শেয়ার করেছিলেন তখন তাঁর অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছিলেন। তাই♕ তাঁদের সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই ভিডিয়োটি শেয়ার করেছেন বলে জানিয়েছেন।
ভিডিয়োটি পোস্ট করে অয়ন্তিকা ক্যাপশনে লেখেন, ‘প্রচুর মানুষ অনেক অনেক শুভেচ্ছা পাঠিয়েছিলেন, তাঁদের অভিনন্দন পেয়ে আমরা আপ্লুত। ভাবলাম আমার তরꦆফ থেকে এই ভিডিয়োটা শেয়ার করে কꦿৃতজ্ঞতা জ্ঞাপন করি।’
গরদের লাল পাড়ের সাদা শাড়ি সঙ্গে মুক্তো আর সোনার গয়না পরে বিয়ের সাজে সেজে উঠেছিলেন তিনি। হাতে মেহেন্দি নয় বরং তার বদলে বেছে নিয়েছিলেন আলতা। অন্যদিকে, লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে দ🐠েখা গিয়েছিল হিরজিৎকে। সঙ্গে অয়ন্তিকা-কন্যা দুনিকেও দেখা গিয়েছে লাল-সাদা লেহেঙ্গাতে।
আরও পড়ুন: দর্শকদের সামনে মঞ্চের উপরই ঠোঁটঠাসা চুমু নিক-প্রিয়াঙ্কার! ভ♊িডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইর🦩াল
🐬প্রসঙ্গত, অয়ন্তিকা কেবল আরজে হিসেবে নন, ‘দুনির মা’ হিসেবেও স্যোশাল মিডিয়ায় যথেষ্ঠ পরিচিতি তাঁর। আর এই দুনি হল অয়ন্তিকা ও নিলജায়নের সন্তান। অয়ন্তিকা চক্রবর্তী মুখোপাধ্যায়ের প্রথম স্বামী ছিলেন নিলায়ন চট্টোপাধ্যায়। তিনিও একজন আরজে। তিনি আরজে নীল নামেই বেশি পরিচিত সাধারণ মানুষের কাছে। নীলের একটি পারফরম্যান্সের সময় প্রথম দেখা হয়েছিল দুজনের। এরপর তাঁরা বিয়ে করেন ২০১২ সালে। তবে তারপর বহুদিন ধরেই আলাদা ছিলেন নীল-অয়ন্তিকা। কবে বিচ্ছেদ বা কী কারণে বিচ্ছেদ তা স্পষ্ট নয়। ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন প্রাক্তন দম্পতি।
এরপর বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হিরজিতের সঙ্গে ছবি শেয়ার করতেন অয়ন্তিকা। সরাসরি ভালোবাসার🦩 কথা সকলের সামনে না বললেও, তাঁর নতুন জীবনের ইঙ্গিত অনেকেই আন্দাজ করেছিলেন। বেসরকারি সংস্থার উচ্চপদে কাজ করেন হিরজিৎ। একসময় ছিলেন একটি সিমেন্ট কোম্পানির মার্কেটিং অফিসার। আর বর্তমানে কাজ করছেন বার্জার পেইন্টসের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। নেপালে পোস্টিং রয়েছে তাঁর।