༒ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার। সেখানেই হাজির ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। আর এই ইভেন্টের রেড কার্পেটে দাঁড়িয়ে তিনি রুক্মিণী মৈত্রর দারুণ তারিফ করেন। এদিন সেটার জবাব দিলেন খোদ পর্দার বিনোদিনী।
রূপার জন্য কী লিখলেন রুক্মিণী?
👍এদিন রুক্মিণী মৈত্র ফিল্মফেয়ারের সেই ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং রূপা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাঁর কথার জন্য। এদিন অভিনেত্রী লেখেন, 'এমন একজন আইকনের থেকে এই কথা! এটা শুনে সত্যি দুর্দান্ত লাগছে। অনেক ধন্যবাদ রূপা গঙ্গোপাধ্যায় ম্যাম আপনার ভালোবাসা এবং এই কথার জন্য।'

কী বলেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়?
𒅌সোমবার, ১৭ মার্চ ফিল্মফেয়ার অনুষ্ঠানে এসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে তাঁকে অন্যান্য সময়ের মতোই সাদামাটা বেশে দেখা গেল। পরনে ছিল তাঁতের শাড়ি, চশমা। সেখানে এদিন রেড কার্পেটে যখন রূপা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে বর্ষীয়ান অভিনেত্রীর মতে বর্তমানে টলিউডের সবথেকে গ্ল্যামারাস এবং স্টাইলিস্ট মনে হয় তখন তিনি অকপটে নাম করেন রুক্মিণী মৈত্রর। রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘সব থেকে গ্ল্যামারাস আমার মনে হয় রুক্মিণী মৈত্রকে। ও মানুষ হিসেবেও দুর্দান্ত।’
রুক্মিণী মৈত্র এবং রূপা গঙ্গোপাধ্যায়ের কাজ
⛎রুক্মিণী মৈত্রকে দর্শকরা রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে শেষবার দেখেছেন নাম ভূমিকায়। আগামীতে তাঁকে দেখা যাবে হাঁটি হাঁটি পা ছবিতে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন চিরঞ্জিত। অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায় এখন মূলত রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। বিজেপি অভিনেত্রীকে বহুদিন পর দর্শকরা মেয়েবেলা ধারাবাহিকে কিছুদিনের জন্য দেখতে পেয়েছিলেন। সেটার পর আবারও কিছুটা বিরতি কাটিয়ে তিনি শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন। তাঁকে আগামীতে দেখা যাবে রঘু ডাকাত ছবিতে। এই ছবির শুভ মহরতের দিন তাঁকে হাজির থাকতে দেখা যায়।
আরও পড়ুন: 🎐ভিন রাজ্যে গিয়ে আতঙ্ক - অপরাধবোধে ভুগছেন সারা! যিশু - কন্যা লিখলেন, 'ভীষণ ভয় করছে কারণ...'