✅ আর মাঝে মাত্র কয়েকটি দিন। তারপরই এক বছর গ্যাপ দিয়ে ফের বড় পর্দা কাঁপাতে প্রস্তুত সলমন খান। সিকান্দর ছবিটি মুক্তি পাওয়ার আগেই ভাইজান জ্বরে কাবু দেশ। গগনচুম্বী হয়েছে টিকিটের দাম। সর্বোচ্চ কতদূর পর্যন্ত উঠল দাম?
আরও পড়ুন: 🍃ক্লাসিক্যাল-ফ্রিস্টাইলের ফিউশনে অভিভূত মিঠুন! মানালির নাচে মুগ্ধ শুভশ্রী-কৌশানি কী ঘটালেন?
আরও পড়ুন: 𒐪'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
কী ঘটেছে?
🙈একাধিক বড় বড় শহরে চড়চড় করে বাড়ছে সিকান্দর ছবিটির টিকিটের দাম। কোথাও কোথাও তো মাল্টিপ্লেক্সে টিকিটের চাহিদা দেখে দাম ২০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে! তাই বলে সিঙ্গল স্ক্রিন বিশেষ পিছিয়ে নেই। সেখানেও টিকিটের দাম ৭০০ ছাড়িয়েছে। ফলে দর্শকরা, সলমন অনুরাগীরা যে এই ছবির জন্য কীভাবে মুখিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না।
൲ গত বৃহস্পতিবার, ২৭ মার্চ থেকে শুরু হয়েছে সিকান্দর ছবিটির অ্যাডভান্স বুকিং। বুক মাই শোতে বৃহস্পতিবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের হলে টিকিট কাটা যাচ্ছে এই ছবির জন্য।
🅷 মুম্বইয়ের দাদর এলাকার প্লাজা সিনেমায় বিকেলের শোয়ের রেকলাইনার সিটের টিকিটের দাম ৭০০ টাকা অবধি পৌঁছে গিয়েছে। সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে এই দাম যে অনেকটাই বেশি সেটা বলাই বাহুল্য সে যতই মুম্বইয়ের মতো জায়গা হোক না কেন। সিঙ্গল স্ক্রিন মূলত তাঁরাই যেতে পছন্দ করেন যাঁরা কম দামের টিকিটে সিনেমা দেখতে চান।
🌌 তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো যতই কিছু জায়গায় এমন অস্বাভাবিক ভাবে টিকিটের দাম বেশি হোক দিল্লির কিছু জায়গায় আবার সিঙ্গল স্ক্রিনের টিকিটের দাম ৯০ থেকে ২০০ টাকার মধ্যে আছে।
🤪 তবে মাল্টিপ্লেক্সগুলোতে তরতরিয়ে বাড়ছে টিকিটের দাম। মুম্বইয়ে ডিরেক্টরস কাট বা লাক্স টিকিটগুলো ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। দিল্লিতে সেই অঙ্কটা ১৬০০ থেকে ১৯০০ এর মধ্যে। বিশেষ পিছিয়ে নেই কলকাতা বা চেন্নাইও।
আরও পড়ুন: ಌছক ভাঙা খয়েরি শাড়িতে বধূবেশে দেবচন্দ্রিমা, সায়ন্ত বিতর্ক অতীত হতেই সাতপাকে বাঁধা পড়লেন?
আরও পড়ুন: ဣফের আইনি বিপাকে শ্রেয়স! আর্থিক প্রতারণার অভিযোগে এবার শ্রীনগরে দায়ের FIR
সিকান্দর ছবি প্রসঙ্গে
ﷺসিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সলমন খান ছাড়াও থাকবেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ। আগামী ৩০ মার্চ, ইদের ঠিক মুখেই মুক্তি পাচ্ছে এই ছবি।