🏅 বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্পর্ক ভাঙার চার বছর পর কিরণ মজুমদারও যখন তাঁর মতো একই অভিজ্ঞতার শিকার হলেন তখন তিনি মুখ খুলেছিলেন সায়ন্ত মোদকের বিরুদ্ধে। কিন্তু এখন সেসব বিতর্ক অতীত। সম্প্রতি তিনি ধরা দিলেন সাবেকি বধূবেশে। তবে কি সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা?
আরও পড়ুন: 💦'ভালো অনুষ্ঠান আশা করবেন না', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি, সমর্থন ইমনের! কী ঘটেছে?
আরও পড়ুন: 🐼ক্লাসিক্যাল-ফ্রিস্টাইলের ফিউশনে অভিভূত মিঠুন! মানালির নাচে মুগ্ধ শুভশ্রী-কৌশানি কী ঘটালেন?
কী ঘটেছে?
🐎এদিন একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে সেখানে দেবচন্দ্রিমা সিংহ রায়কে ছক ভাঙা অথচ তাতেও সাবেকি সাজের ছোঁয়া রেখে বধূ বেশে দেখা গেল। তবে কি প্রাক্তন সম্পর্কিত বিতর্ক অতীত হতেই নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী? না। এটা তাঁর নতুন শ্যুটের ঝলক।
🤡এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অভিনেত্রী মাঝে মধ্যেই ফ্যাশন ডিজাইনার রুদ্র সাহার সঙ্গে কোলাব করে নানা শ্যুট করে থাকেন। এটাও তেমন। এদিন ভাইরাল হওয়া ভিডিয়োতে দেবচন্দ্রিমাকে খয়েরি রঙের সিল্কের শাড়ি, ম্যাচিং অথচ ভরাট কাজের ব্লাউজ এবং খয়েরি ওড়নাতে দেখা যায়। তাঁর হাতে পরা শাখা পলা, সোনালি চুরি, বালা। গলায় সোনালি চোকার, নেকলেস। কানে ঝুলছে ভরাট কাজের কান ঝুমকো। বাদ যায়নি শোলার মুকুট বা টায়রা টিকলি, নথ। একেবারেই বধূবেশে এদিন ধরা দেন তিনি।
কে কী বলছেন?
꧟দেবচন্দ্রিমার অনুরাগীরা এই পোস্টে মুগ্ধতা জাহির করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এখনই এত মিষ্টি লাগছে। সত্যিই যখন বিয়ে করবেন না জানি আরও কত সুন্দর লাগবে।' আরেকজন লেখেন, 'কী সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না।'
ꩵপ্রসঙ্গত দেবচন্দ্রিমা টলিউড ছাড়া বলিউডেও কাজ করছেন। ইতিমধ্যেই একাধিক হিন্দি সিরিয়ালে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। অন্যদিকে সদ্যই সায়ন্ত বিতর্ক অতীত হওয়ার পর কিরণের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁদের সেই আড্ডার ছবি পোস্ট করে লেখেন, 'এখন জানি যে কেন রাতের আইসক্রিমে ছবি তোলা যায় না! লেট নাইট ড্রাইভ হল, আইসক্রিম খাওয়া হল? এরপর কী কিরণ মজুমদার?'
আরও পড়ুন: 💖সা রে গা মা পা জয়ী অতনুর সঙ্গে রয়েছে শঙ্কর মহাদেবনের বিশেষ যোগ! কী বলুন তো?
আরও পড়ুন: 🌠চিরদিনই তুমি যে আমার-এ নায়কই আসলে ভিলেন! নেটপাড়ায় গল্প ফাঁস হতেই তেলেবেগুনে জ্বলে উঠল দর্শকরা