কিছুদিন হয়েছে ঘরছাড়া হয়েছেন গোটা খান পরিবার। মুম্বইয়ের বুকে মন্নত যখন নিজের করে নিয়েছিলেন শাহরুখ, তখন ছেলে মেয়ে অনেক ছোট। বহু দিনের পুরনো এই বাড়িটি সংস্কার হবে বলে আপাতত মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায📖় অ্যাপার্টমেন্ট বিল্ডিং-এর চারতলা লিজ নিয়েছেন অভিনেতা। এর মধ্যেই আবার শোনা গেল, মুম্বইয়ের দাদর এলাকায় একটি বিলাসবহুল আবাসন বিক্রি করে দিলেন গৌরী খান।
জানা গেছে, ফ্ল্যাটটি বিক্রি করে বিশাল অঙ্কের অর্থ লাভ করেছেন গৌরী। ২০২২ সালের অগস্ট মাসে ৮ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে এই ফ্ল্যাট কিনেছিলেন গৌরী। ২০𝐆০০ বর্গফুটের এই ফ্ল্যাটের সঙ্ဣগে রয়েছে দুটি গাড়ি রাখার জায়গা। ফ্ল্যাটটি ১১ কোটি ৬১ লক্ষ টাকায় বিক্রি করলেন শাহরুখ ঘরণী।
আরও পড়ুন: হীরে🍬র আলোয় আলোকিত সইফের চোখ, ‘জুয়েল থিফ’-এর পোস্টার দেখে উচ্ছ্বসিত ভক্তরা
আরও পড়ুন: বোরখা বদলেছে ঘোমটায়! লাপাতা লেডিস কী তবে আরবি ছবির ‘টুকলি’? জানুন সত💮্যিটা
রিপোর্ট অনুযায়ী জানা গেছে, মার্চ মাসেই দুই পক্ষের সই সাবুদ সম্পন্ন হয়ে গেছে। রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ফ্ল্🐼যাট বিক্রি করে প্রায় ৩৭ শতাংশ লাভ করেছেন গৌরী। মাত্র আড়াই বছরে এই ফ্ল্যাট বিক্রি করে ৩ কোটি ১০ লক্ষ টাকা লাভ করেছেন গৌরী, ꦇযা নেহাত কম অর্থ নয়। তবে এই ফ্ল্যাট বিক্রি করার পেছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য,এইচটির এক প্🧸রতিবেদন অনুযায়ী জানা গেছে, প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। এই অ্যাপার্টমেন্টে শুধুমাত্র খান পরিবার থাকবেন তা নয়, থাকবেন নি🌱রাপত্তা কর্মী এবং পরিচারকরাও। অফিসিয়াল কাজকর্ম সেখান থেকেই দেখবেন গৌরী এবং শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে অভিনেতাকে।
আরও পড়ুন: বিতর্কের রেশ ফিꦍকে হতেই চেনা ছন্দে রণবীর! কার সঙ্গে পডকাস𓂃্ট শুরু করলেন বিয়ারবাইসেপ্স?
আরও পড়ুন: ꦺ'মানুষকে হাসানো আজকাল…', ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোন চিন্তায় চিন্তিত প্রিয়দꦓর্শন?
প্রসঙ্গত, ২০২৪ সালে কোনও সিಌনেমা রিলিজ হয়নি শাহরুখের। বাদশার শেষ সিনেমা রিলিজ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। রাজকুমার ইরানির ডাঙ্কি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।
বর্তমানে 'রাজা' নไামক একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুহানাকেও। সিনেমাটির শ্যুটিং চলতি বছরের মার্চ মাসে শুরু হয়ে যাওয়ার কথা এবং সিনেমাটি রিলিজ হবে ২০২৬ নাগাদ।