ꦓ Sunil Gavaskar on Rishabh Pant: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ ঋষভ পন্তের বিতর্কিত মুহূর্ত আবার ফিরিয়ে আনলেন সুনীল গাভাসকর। তবে এই পুরো ঘটনাটাই ঘটেছিল লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচ শুরু হওয়ার আগে। আসলে ১৩তম ম্যাচের আগে লখনউয়ের খেলা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানেই উত্তর দিতে গিয়ে এই মজার মন্তব্য করে বসেন সুনীল গাভাসকর।
✅প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাসকর আবারও ভাইরাল হওয়া ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ মুহূর্তটি ফিরিয়ে আনলেন। এবার এটি লাইভ টেলিভিশনে করলেন কিংবদন্তি ক্রিকেটার। মঙ্গলবার, আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ও পঞ্জাব কিংসের (পিবিএসকে) মধ্যকার ম্যাচের আগে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনাটি ঘটে।
ཧলখনউয়ের চলতি মরশুমের ব্যাটিং কৌশল নিয়ে করা এক প্রশ্নের জবাবে গাভাসকর মজার ছলে ঋষভ পন্তকে খোঁচা দিয়েছিলেন। ‘ইশ! আপনি যদি এই প্রশ্নটা একটু আগে করতেন! কিছুক্ষণ আগেই আমি ঋষভ পন্তের সঙ্গে কিছু সময় কাটিয়েছি। আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করতাম, এই কারণেই কি তোমরা এমনভাবে খেলছ? হয়তো সে উত্তর দিত, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড প্রশ্ন।’
ꦏএরপর গাভাসকর ব্যাখ্যা করেন, ‘নিকোলাস পুরান এবং মিচেল মার্শ স্বাভাবিকভাবেই আগ্রাসী ব্যাটসম্যান। এটাই তাদের খেলার ধরন এবং দেখতেও দারুণ উপভোগ্য। এরপর ঋষভ পন্তও নীচের দিকে ব্যাটিং করতে আসে। তাই তাদের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। যদি দলে শার্প-এজ বোলার না থাকে, তবে অবশ্যই ব্যাটিংয়ে বেশি রান তুলতে হবে, যাতে অন্যান্য বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকে, যদি তারা খারাপ দিন কাটায়।’ এলএসজি এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি জিতেছে এবং একটি হেরেছে।
𓆉তবে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। এই সময়ে পাঁচ বলে মাত্র ২ রান করে ম্য়াক্সওয়েলের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পন্ত। যার পরে সোশ্যাল মিডিয়াতে পন্তকে নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে। আইপিএল ২০২৫-এ সবথেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্ত, তবে এখনও তেমন পারফরমেন্স না করতে পারায় পন্তকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।