'বহুরূপী' জ্বর এখনও কাটেনি, এরই মাঝে গ্রীষ্মের ছবির নাম ঘোষণা করে দিল উইন্ডোজ প্রোডাকশন। গরমের ছুটিতেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'আমার বস'। আর এই ছবির হাত ধরেই বাংলা সিনেমার দুনিয়ায় ফিরছেন রাখি গু꧟লজার। তাই এই ছবি নিয়ে চর্চা ছিল শুরু থেকেই। অবশেষে এই ছবির মুক্তির কথা জানালেন শিবপ্রসাদ।
এখানেই শেষ নয়, ৬ জানুয়ারি সোমবার, সপ্তাহের প্রথম দিনেই উইন্ডোজ প্রোডাকশন-এর তরফে আরও একটা বড় ঘোষণা করা হয়েছে। সেটা হল এবার সিনেপ্রেমী দর্শকদের জন্য বছরে মোট ৩টি ছবি আনবে প্রযোজনা সংস্থা। যার একটꦕি মুক্তি পাবে গ্রীষ্মে, বাকি ২টোর একটি পুজোতে অন্যটি ক্রিসমাসে মুক্তি পাবে।
এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় শিবপ্রসাদ লেখেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ থেকে কাজের দিন শুরু হল। এই বছরে আপনাদের সাথে Windows Production House এর বড়পর্দায় দেখা হবে তিনবার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও আমার ছবি, "আমার বস"। বাকি দুটো ছবির অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিꦑরই।’ এই পোস্টের সঙ্গে একটি নিউ ইয়ার কার্ড Summer 2025, Durgapuja 2025, Christmas 2025।
তবে গ্রীষ্মের ছবির কথা ঘোষণা করা হলেও পুজো ও ক্রিসমাসের ছবির নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে ছবি যাই হোক, একটা বিষয় পাক্কা, এবার পুজোতে উইন্ডোজ প্রোডাকশনের ছবির সঙ্গে লড়াই হতে চলেছে SVF ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পুজোর ছবি রঘু ডাকাত-এর। তবে রঘু ডাকাতের সঙ্গে পাঙ্গা নিতে উইন্ডোজ কাকে বক্স অফিসে আনতে চলেছে এখন সেটারই অ🌳পেক্ষায় রয়েছেন সিনেপ্রেমী দর্শকরা।
এ♒দিকে শিবপ্রসাদের পোস্টের নিচে বহু নেটিজেন লিখেছেন, 'শুভ নববর্ষ দাদা, তবে আপনাদের ছবির অপেক🍌্ষায় রইলাম।' কেউ লিখেছেন, ‘বাকি দুটো ছবির নাম ও অভিনেত্রী ও অভিনেতার নাম শোনার অপেক্ষায় রইলাম’। কেউ লিখেছেন, ‘Very excited sir, রক্তবীজ, বহুরুপী just Outstanding লেগেছে। একদম রুটেড গল্প: বাংলা মাটির গল্প: বাংলা মাটির গান। রক্তবীজ 2 Maybe. Very very excited sir Shiboprosad Mukherjee’। অর্থাৎ পুজোর রক্তবীজ- ২ আসার জল্পনা তৈরি হচ্ছে। আরও একজন লিখেছেন, ‘আপনাদের ছবি খুব ভালো। এবার পুজোয় রক্তবীজ পার্ট ২ আনুন প্লিজ’। কেউ আবার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দাদা... নতুন বছর Windows এর সাফল্যের ঝুলিতে আরো নতুন মাইলফলক আসুক’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।