কলকাতা হাইকোর্টে চলছে শোভন চট্টোপাধ্যায় ইবনে রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলা। সেখানেই এদিন শহরের প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করতে গিয়ে রত্না চট্টোপাধ্যায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন শোভনের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ🍰 বন্দ্যোপাধ্যায়। নিয়ে দলের বিধায়ককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন।
আরও পড়ুন: বিয়ের বছর ঘোরার ♌আগেই সন্তান! কটাক্ষের জবাবে শ্রীময়ী বললেন, 'আমাদের পারফরমেন্সটা ভাবো...'
আরও পড়ুন: 'হঠাৎই একটা...' বর্ধমান যাও🔜যꩲ়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কনভয়, ঠিক কী ঘটেছিল জানালেন খোদ সৌরভ
কী ঘটেছে?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কোর্টে বল𒊎েন, 'আমাদের এই সমাজে অনেকের যেমন ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তেমন অনেকের সঙ্গে আবার খারাপ সম্পর্ক থাকে। ওঁর অবৈধ সম্পর্ক আছে।' এই বিষয়ে রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবী রঞ্জন বাচাওয়াত শুনানিতে বলেন, 'রত্নার নাকি ওর তুতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, এমনি অভিযোগ শোভনের। আমার মক্কেল নাকি নিম্ন আদালতে ঠিকঠাক হাজিরা দিচ্ছেন না। এই এক অভিযোগ তো তাহলে শোভনের বিরুদ্ধেও করা যায়।'
শুধু তাই নয়, রত্নার আইনজীবী এদিন শোভন চট্টোপাধ্যায়কে প্রভাবশালী বলে দাবি করেন। সেটা শুনে পাল্টা জবাব দিতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে শোভন নয়, আসল প্রভাবশালী রত্না। শোভনের আইনজীবীর কথায়, 'উনি শাসক দলের বিধায়ক। প্রভাবশালী তো উনি। উনি আবার কার বিরুদ্ধে প্রভাবশালীর অভিযোগ আনছেন। উনি যেসব অকথ্য ভাষায় গালাগাল করেছেন সেগুল🐻ো মুখে আনা যা♒য় না। উনি একাধিক জরুরি নথিপত্র নষ্ট করেছেন।'
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন রত্না চট্টোপাধ্যায়কে নাটকবাজ বলে আখ্যা দেন। জানান মেয়ের খরচ বাবদ টাকা পেয়ে যেতেই তিনি আর শুনানিতে হাজির থাকেননি। এদিন তি🌠নি শোভন চট্টোপাধ্যায়ের হয়ে আরও বলেন, 'আমার এখন ৬৯ বছর বয়স। আমি শান্তির বাঁচতে চাই।'
আরও পড়ুন: বাংলাদেশ নয়, আসতে পারেন না কলকাতাতেও, তসলিমার প্রশ্ন, 'সিপিএমের কী লাভ হয﷽়েছিল আমাকে তাড়িয়ে?'
আরও পড়ুন: সেলফি তোলার নাম করে পুনম পান্ডেকে জাপটে চুমু💟 খাওয়ার চেষ্টা ব্যক্তির! দেখুꦫন কাণ্ড
এই বিষয়েভানিয়ে রাখা ভালো আগামী ৩ মার্চ পর্যন্ত কলকাত🦩া হাইকোর্ট এই কেসের শুন💙ানিতে স্থগিতাদেশ দিয়েছে। রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে নিম্ন আদালতে তাঁর দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া হচ্ছে না। সেই জন্যই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের পর রায়দান স্থগিত করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য এই বিষয়ে নির্দেশ দেবেন।