কেবল বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও আসতে পারেন না তিনি, সমꦅ্প্রতি এমনটাই একটি পোস্টে জানিয়েছিলেন। বাংলাদেশ বইমেলা সংক্রান্ত কথা বলতে গিয়ে ওঠে কলকাতা বইমেলার প্রসঙ্গও। তখন এই শহর, রাজ্যে না ফিরতে পারার প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানিয়েছিলেন তসলিমা নাসরিন?
কলকাতায় না ফিরতে পারার প্রসঙ্গে কী জানান তসলিমা?
কলকাতায় এত পাঠক তাঁর। তবুও কেন কলকাতা বইমেলায় দেখা মেলে না লেখিকার? এই বিষয়ে তিনি জানান, 'কলকাতাতেই তো প্রবেশ করতে দেওয়া হয় না। কলকাত🌳া বইমেলা তো দূরের কথা। কী কারণে আমাকে কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হয়েছে? বাংলাদেশ তো অনেক বড় জিহাদিদের দেশ।'
তিনি এদিন আরও বলেন, 'পশ্চিমবঙ্গকে তো বাংলাদেশের থেকে বেশি সভ্য ভাবতাম। সভ্য, শিক্ষিত, সচেতন মানুষের বাস পশ্চিমবঙ্গে, সেটাই জানতাম। কিন্তু সেটাও তো ভুল প্রমাণিত হল। আমি একটা নিরীহ, নির্যাতিত, নির্বাসন দণ্ড পাওয়া লেখক যে বাংলাকে প্রচন্ড ভালোবাসে। যখন ইউরোপে থাকতাম তখন প্রাণের টানে চলে এসেছিলাম কলকাতায় থাকতে। কিন্তু সেটাও দেওয়া হল না। কত অনুষ্ঠান হয়, বইমেলা হয়, কত মানুষ চান যে আমি ওখানে যাই। কিন্তু অধিকা🐽র নেই আমার ওখানে যাওয়ার।'
কিন্তু কেন আসতে পারেন না তিনি কলকাতায়? কেনই বা ছাড়তে হয়েছিল তাঁকে সিটি অব জয়? এই বিষয়ে তসলিমা জানান, 'আমাকে অত্যাচার করলে কেউ বা কোনও রাজনৈতিক দল আমার পাশে দাঁড়াবে না। কোনও সংগঠন আমার পাশে দাঁড়াবে না। আমার তো কেউ নেই। আমি একটা ভালো সফট টার্গেট। আমার উপর অন্যায় করলে, নির্যাতন করলে কোনও ক্ষতি হয় না কারও। এতে কী লাভ হয় কার, আদৌ কোনও লাভ হয় কিনা জানি না। অনেকে বলেছিল পঞ্চায়েত ভোটে জিতবে বলে সিপিএম আমায় তা🐷ড়িয়েছিল, কোথায় জিতল? তাহলে কী লাভ হয়েছিল সিপিএমের আমায় তাড়িয়ে?'