হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা গিꦇয়েছিল,🅘 আর প্রথম ধারাবাহিকেই দারুণ নজর কেড়েছেন তিনি। গত প্রায় আড়াই বছর ধরে চলেছে এই মেগা। আর এই আড়াই বছর ধরে সঞ্চিত সমস্ত অর্থ মায়ের স্বপ্নপূরণ করতে ব্যয় করে দিলেন পর্দার ঐশানী। কী করলেন তিনি? মায়ের জন্য একটি নেইল আর্ট স্যাঁলো খুলে দিয়েছেন।
কী জানিয়েছেন শুভস্মিতা?
মায়ের জন্য নেইল আর্ট স্যালোঁ বানিয়েছেন শুভস্মিতা। আর তার জন্যই তিনি খরচ করেছেন চার লাখের বেশি টাকা! এই বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, '෴মা একা হয়ে পড়েছে♌, আমি ব্যস্ত থাকি। বড় হয়ে গেছি। অনেক দিন ধরেই মা চাইছিলেন কিছু একটা করতে। আমাকেই বলেছিলেন সেটা ঠিক করে দিতে। তাই এই স্যালোঁ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। ভবিষ্যতে এই স্যালোঁ আমারই থাকবে এটাও ঠিক। ফলে ভবিষ্যতে যদি কখনও কোনও আর্থিক সমস্যা আসে এটা একটা বিকল্প উপার্জনের পথ হয়ে থাকবে।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, শুভস্মিতা একা নন, বিনোদন জগতের সঙ্গ🐼ে যুক্ত, সে টলিউড হোক বা বলিউড সকলেরই একটি না একটি বিকল্প আয়ের পথ আছে। এবার সেই দলে নাম লেখালেন হরগ🦩ৌরী পাইস হোটেলের ঐশানী।
কিন্তু একবারে এতটাকা বিনিয়োগ করে ফেললেন সঞ্চয়ের, রিস্🉐কি হয়ে গেল না বিষয়টা? এই বিষয়ে অভিনেত্রীর মত তিনি অভাব কাকে বলে দেখেছেন। তাই এসব নিয়ে ভয় পান না। তাঁর কথায়, 'মা বাবার ডিভোর্স দেখেছি ছোটবেলায়। একা হাতে ছোট থেকেই সংসার চালাচ্ছি। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছি। তাই জানি ঠিক লড়ে নেব।'
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’-এ ধ▨রা দেওয়ার আগে 'গুন্ডাগিরি' অনির্বাণের! 'হুলিগানিজম' করে কী ঘটাল তাঁর দল?
তবে আপাতত এই স📖্যালোঁর দায়িত্ব তাঁর মায়েরই। তিনি অভিনয়টাই মন দিয়ে করতে চান।