🍌 এপার বাংলার অভিনেতা অভিনেত্রীদের আকছার ওপার বাংলার বিভিন্ন প্রজেক্টে দেখা গিয়েছে। মিমি চক্রবর্তী থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক অভিনেত্রী সাম্প্রতিক অতীতে কাজ করেছেন। বাদ যাননি ছোট পর্দা দিয়ে উঠে আসা ইধিকা পালও। এবার ইধিকার দেখানো পথে হাঁটতে চলেছেন আরেক অভিনেত্রী। টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর দেখা মিলবে বাংলাদেশের নাটকে। কে তিনি? ফুলকি। অর্থাৎ দিব্যাণী মন্ডল।
কী জানা গিয়েছে?
♍দিব্যাণী মন্ডল ফুলকি হিসেবে বর্তমানে দারুণ জনপ্রিয়। টিআরপির খেলায় সেরা পাঁচে জায়গা পাকা করে রেখেছে যেন এক প্রকার! এবার এই ধারাবাহিকের মুখ্য চরিত্র তথা ফুলকি খোদ পাড়ি দিচ্ছেন ঢালিউডে। বাংলাদেশের একটি নাটকে দেখা যাবে দিব্যাণীকে। জানা গিয়েছে সেই নাটকে মুখ্য ভূমিকায় থাকবেন মেহজাবিন জোভান। ওপার বাংলার এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির সঙ্গে স্ক্রিন ভাগ করবেন দিব্যাণীও। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফুলকিকে। তবে এই পর্বে তেমন একটা সিন নেই দিব্যাণীর। কিন্তু আগামী ভাগে পুরোদমে দেখা মিলবে দিব্যাণীর। জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ২০২৬ সালের গোড়ার দিকে শ্যুটিং শুরু হবে বেস্ট ফ্রেন্ড ৩.০ এর।
আরও পড়ুন: 🔯‘রঘু ডাকাত’-এ ধরা দেওয়ার আগে 'গুন্ডাগিরি' অনির্বাণের! 'হুলিগানিজম' করে কী ঘটাল তাঁর দল?
🦂দিব্যাণী মন্ডলের প্রথম ঢালিউড প্রজেক্ট তথা প্রথম বাংলাদেশি নাটকের নাম বেস্ট ফ্রেন্ড ২.০। এই নাটকটির গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনও কারণবশত পিছিয়ে যায়। এবার জানা গেল ইদের দিন সিএমবভি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই নাটকটি। প্রবীর রায় চৌধুরী এই নাটকটির পরিচালনা করেছেন।
💫এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বেস্ট ফ্রেন্ড নাটকের প্রথম ভাগ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। সেখানেও ছিলেন মেহজাবিন চৌধুরী এবং ফারহান আহমেদ জোভান।
আরও পড়ুন: 🐟মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকা খুদে কিন্তু টলিউডের সঙ্গীত জগৎ রাজ করছে বর্তমানে, চিনতে পারছেন?