༺ সদ্য ছেলে কোলে বাড়ি ফিরেছেন মানসী সেনগুপ্ত। আপাতত সদ্যোজাতকে নিয়েই সময় কাটছে ছোটপর্দার 'মৌমিতা'র। আদরের মেয়ে তুহু তো ছিলই, এবার মানসীর কোলে এসেছে ‘গোল্লা’। বেবিকটে শুয়ে সদ্যোজাত পুত্র সন্তানের কিছু মুহূর্ত ফেসবুকের পাতায় শেয়ারও করেছেন অভিনেত্রী। যদিও তাতে ছোট্ট গোল্লার মুখ দেখা যায়নি। সেখানে পোষ্য টোকিয়োর সঙ্গে ছেলের আলাপ করিয়ে দিতেও দেখা গিয়েছিল মানসীকে। নিজের সদ্যোজাত ছেলেকে টোকিয়োর ভাই বলে তার সঙ্গে আলাপ করান তিনি।
💛 মানসীর পোস্ট করা সেই ভিডিয়োতে গোল্লার বেবিকটের চারপাশে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল টোকিয়োকে। যদিও সে যাতে কোনওভাবেই ৭ দিনের ছেলেকে না ছোঁয় তা নিয়ে বারবার পোষ্যকে সাবধান করেছেন অভিনেত্রী। আর এবার ফেসবুকের পাতায় টোকিয়োর নতুন ভিডিয়ো দিলেন মানসী। যেখানে পোষ্যটি কেঁদে কেঁদে দেখাচ্ছে যে ছোট্ট গোল্লা ঠিক কেমন করে কাঁদছে।
ꦓ মানসী টোকিয়োকে প্রশ্ন করেন? ভাই কেমন করে কাঁদছে? উত্তর দিতে গিয়ে টোকিয়ো নিজেই কেঁদে দেখায়। মানসী বলেন, ‘ও ভাই এমন করে কাঁদছে…’। এদিকে পোষ্যর কান্নাকাটির আগে ছেলেকে আয় আয় করে ভোলাতেও দেখা যায় অভিনেত্রীকে।
🎐আরও পড়ুন-ডুয়ার্সে কার্তিক-শ্রীলীলা, শ্যুটিংয়ের এই ছবিগুলি দেখে অনেকের প্রশ্ন, অভিনয় নাকি আসল প্রেম