ꦯ বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই ও অভিনেতা অভিষেক বচ্চন পুণেতে ভাই শ্লোক শেট্টির বিয়ে উপভোগ করছেন। কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠানে তাঁদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। ভিডিয়োতে ঐশ্বর্য ও অভিষেককে ‘বন্টি ও ববলি’র সুপারহিট গান ‘কজরা রে’তে নাচ করতে দেখা গেল।
আরাধ্যাও কী করল?
🦩ভিডিওর শুরুতে ঐশ্বর্য, আরাধ্যা ও অভিষেককে স্টেজে যেতে দেখা যাচ্ছে। এরপর ঐশ্বর্য স্বামী অভিষেকের সঙ্গে পা মিলিয়ে নাচ শুরু করেন। তিনি ইশারায় অভিষেককে স্টেপও বুঝিয়ে দেন এবং তারপর দুজনে নাচতে থাকেন। দেখা যায়, মা-বাবার নাচ দেখে, চওড়া হাসি ফুটে ওঠে আরাধ্যার মুখেও। সে-ও মা ঐশ্বর্য রাই-কে অনুকরণ করার চেষ্টা করে।
ঐশ্বর্য-র পোশাক
💦ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবুজ রঙের পোশাক পরেছিলেন রাই-সুন্দরী। অন্য দিকে, গোলাপী রঙের পঞ্জাবি ও সাদা পায়জামায় অভিষেক বচ্চনকেও দেখতে খুব সুন্দর লাগছে।
এখানে দেখুন সেই ভিডিও-
২০ বছর আগে মুক্তি পেয়েছিল গানটি
ꦯউল্লেখ্য, কাজরা রে গানটি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বন্টি ও ববলি’ ছবির। ছবিতে ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন-ও অভিনয় করেছিলেন। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সুপারহিট। আজও এই গানের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়েছে।
ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স চর্চা
🏅গত বছর বলিউড সরগরম ছিল বচ্চন পরিবারে ‘ডিভোর্স হবে’ এই চর্চায়। একাধিক রিপোর্টে দাবি করা হয়, শাশুড়ি জয়ার সঙ্গে ঝামেলা করে, শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন। আর তা বেড়ে যায়, যখন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গোটা বচ্চন পরিবার একত্রে গেলেও, আলাদা যান ঐশ্বর্য-আরাধ্যা। এমনকী, স্ত্রীর জন্মদিনে কোনো পোস্ট আসে না বচ্চন পরিবার বা অভিষেকের থেকে।
ওএখানেই শেষ নয়, অভিষেকের নাম জড়ায়, তাঁরই এক সহ-অভিনেত্রীর সঙ্গে। তবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে ফের একসঙ্গে দেখা মিলছে অভিষেক-ঐশ্বর্যকে। ঝামেলার খবর ভুয়ো ছিল, নাকি সব মিটিয়ে আবার এক হয়েছেন, তা বলা বেশ মুশকিল।