মেয়েদের কাছে ন্যূনতম মেকআপ মানেই চোখে কাজল এবং হালকা 🐼লিপস্টিক। অনেকে আবার বলেন, চোখে কাজল দেখেই নাকি বাঙালি মেয়েদের প্রেমে পড়েন অনেকে। চটজলদি নিজেকে সাজাতে তাই অনেকেই কাজলের ওপরেই ভরসা রাখেন। আপনিও যদি বাড়ি থেকে বের হলেই চোখে কাজল দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হন, তাহলে এই প্রতিবেদন শুধু আপনার জন্য।
আজ থেকে কিছু বছর আগেও বাড়িতে তৈরি ব্যবহার করে চোখে কাজল দেওয়ার চল ছিল। কিন্তু এখন তার জায়গা নিয়েছে নামিদামি কোম্পানিদের দামি দামি কাজল। চোখে কাজল লাগালে যে মেয়েদের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় তা বলাই বাহুল্য। এই সৌন্দর্যে𝕴র চক্করে আপনি নিজ🧸ের স্বাস্থ্যের যে অনেক বড় ক্ষতি করে ফেলছেন, সেটা কী আপনি জানেন?
আরও পড়ুন: (Get Rid Of Lizards: রান্নাঘরের ඣএই ৪ জিনিস বের করুন একবার, দেখলেই লেজ তুলে পালাবে 🔯টিকটিকির দল)
আরও পড়ুন: আপনার আদুরে কন্যার জন্য একগুচ্ছ নামের লিস্ট, দে🥃খে নিন এক ঝলকে
১) বাজারে যে সমস্ত কাজল পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগ কাজলেই রাসায়নিকের ভাগ থাকে অনেক বেশি। প্রত্যেকদিন যদি 💜আপনি কাজল ব্যবহার করেন, সে ক্ষেত্রে আপনার চোখে এলার্জির সম🔜স্যা দেখা দিতে পারে।
২) এলার্জির𝓡 সমস্যার পাশাপশি বেশি কাজল ব্যবহার করলে চোখে জলের মাত্রা কমে গিয়ে শুষ্ক চোখের সমস্যা দেখা দিতে পারে।
৩) বেশিরভাগ কাজল তৈরি করতে পারদ, সিসা এবং প্যারাবেনের মতো উপাদান ব্যবহার করাౠ যায়, যার ফলে আপনি যদি প্রত্যেকদিন কাজল ব্যবহার করেন সেক্ষেত্রে কনজাংটিভাইটিসের সমস্যায় পড়তে পারেন আপনি, যার ফলে মাঝেমধ্যেই আপনার চোখ হয়ে যেতে পারে লাল।
আরও পড়ুন: নববর্ষের দিন মিষ্টিমুখ হোক পানের সন্দেশে, ধন্য ধন🍌ꦚ্য করবে সকলে, দেখে নিন রেসিপি
আরও পড়ুন: বিশ্বে♚র সবচেয়ে দামি মশলা জাফরান💙 কেন? জানলে হতবাক হবেন
৪) প্রত্যেক দꦛিন চোখে কাজল ব্যবহার করলে কর্নিয়ার আলসার, চোখে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।
৫) প্রত্যেকদিন কাজল ব্যবহার করলে আপনাকে হয়তো সুন্দর 💟লাগবে কিন্তু ꦫএই অভ্যাসের ফলে আপনার চোখের ভেতর ফুলে গিয়ে একটি বড় বিপদ হওয়ার আশঙ্কা থেকে যায়।
তবে আপন꧟ি যদি প্রত্যেকদ﷽িন কাজল ব্যবহার করে অভ্যস্ত হন, সেক্ষেত্রে বাড়িতে তৈরি করা কাজলই ব্যবহার করা উচিত। বাড়িতে তৈরি করা কাজল যেমন চোখের পক্ষে উপকারী তেমন এটি রোজ ব্যবহার করলেও কোনও ক্ষতি হয় না চোখের।