অবশেষে ৫ দিনের মাথায় প্রায় ১০০ কোটি💯র দোর𒀰গোড়ায় পৌঁছল সলমন খান অভিনীত ছবি সিকান্দর। যদিও বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এই ছবির। এদিন মোট কত লক্ষ্মীলাভ হল সিকান্দরের?
আরও পড়ুন: বেবি ব🌄াম্প ঢাকতে ওভারসাইজড টিশার্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহনা?
সিকান্দর ছবিটির বক্স অফিস কালেকশন
গত ৩০ মার্চ ইদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত সিকান্দর। দেখতে দেখতে ৫ দিন অতিক্রান্ত। পঞ্চম দিনে বক্স অফিসে বেশ অনেকটাই কমেছে এই ছবির আয়। তাও কোনও মতে ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। মুক্তির পর প্রথম বৃহস্প🔥তিবার বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসাไ করেছে এটি। আর সেই অঙ্কের সঙ্গেই সিকান্দর ছবির মোট আয় গিয়ে পৌঁছেছে ৯০ কোটি টাকায়।
প্রসঙ্গত ইদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে সিকান্দর। কিন্তু হলে কী হবে, উইকেন্ড, ইদের আবহ থাকা সত্বেও এই ছবি সলমনের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দর ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সলমনের ছবিটি। বুধবার সে𝐆ই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো। ২ এপ্রিল বক্স অফিসে সিকান্দর মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই সচনিল্কের তরফে জানানো হয়েছে।
সিকান্দর ছবির বিশ্বজুড়ে আয়
সিকান্দর ছবির প্রযোজক অর্থাৎ নাদিয়াওয়ালা গ্র্যান্ডসনের তরফে এদিন ইনস্টাগ্রামে সিকান্দর ছবির বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ্যে আনা হয়েছে। জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি ১৫৮ কোটি ৫০ লাখ টাকা ꦿআয় করেছে। তাঁরা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে ১৩ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে, আর দেশের বাইরে ৩ কোটি ৫০ লাখ টাকা। তৃতীয় দিনের তুলনায় এই আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: ডিভোর্স চেয়ে মিঠুনের শরণাপন্ন সৈকওত-প্রেরণা! কী বুদ্ধি দিলেন মহাগুরু?
সিকান্দর ছবিটি প্রসঙ্গে
সিকা🃏ন্দর ছবিটিꦉর পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সলমন খান ছাড়াও আছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ।