পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Annapurna Puja 2025 Wishes: অন্নদাত্রী মা সুখ আনুক জীবনে, অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছাবার্তা পাঠান সকলকে
Annapurna Puja 2025: তিনিই সকলের অন্ন জোগান। তাই তাকেও জগতের অন্নদাত্রী বলা হয়। তিনি মা অন্নপূর্ণা। বাসন্তী পুজ꧅োর অষ্টমী তিথিতে মায়ের আরাধনা করার রীতি। এই দিনেই মা পুজিত হন মহাসমারোহে। অন্নপূ𝓀র্ণা পুজোর শুভ তিথিতে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছাবার্তা। কী লিখবেন? এখানে হদিশ রইল বেশ কয়েকটি শুভেচ্ছাবার্তার। বেছে নিতে পারেন এখান থেকেই।
অন্নপূর্ণা পুজোর সেরা শুভেচ্ছাবার্তা
- মা অন্নপূর্ণার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। সকলকে প্রাণের ধনে ধনী করুক মা।
- তোমাকে ও তোমার পরিবারকে জানাই অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা। সকলের মঙ্গল করুক মা। শুভ অন্নপূর্ণা পুজো।
- মা অন্নপূর্ণার চরণে আমার প্রার্থনা কেউ যেন আর অভুক্ত না থাকে। মা সকলকে যেন অন্ন জোগান। শুভ অন্নপূর্ণা পুজো।
- সবাইকে অন্ন ও সম্পদে পরিপূর্ণ করে তুলুক মা। এটাই প্রার্থনা করি। শুভ অন্নপূর্ণা পুজো।
- যে অন্ন উদরপূর্তি করে, তাকে যেন আমরা সম্মান করতে শিখি। আজকের দিনে এটাই প্রার্থনা। শুভ অন্নপূর্ণা পুজো।
- সবার মনের ইচ্ছে পূরণ করুক মা অন্নপূর্ণা। পরিবার পরিজন থেকে বন্ধুবান্ধব সকলকে ভালো রাখুক। শুভ অন্নপূর্ণা পুজো।
- মা অন্নপূর্ণা গোটা জগতকে অন্ন জোগান। তিনি আছেন বলেই আমাদের বেঁচে থাকা। মায়ের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি। শুভ অন্নপূর্ণা পুজো।
- আজ এই শুভক্ষণে মা সকলের মঙ্গল করুক। শুভ অন্নপূর্ণা পুজো।
- দেবী অন্নপূর্ণা চূর্ণ করুক মানুষের অকারণ দর্প। শুভ অন্নপূর্ণা পুজো।
- মা-ই সকলকে অন্ন জোগান। তিনিই অন্নদাত্রী। সকলকে ভালো রাখুক, এটাই কামনা করি। শুভ অন্নপূর্ণা পুজো।