প্রথম দুই ম্যাচে জয় দিয়ে আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করলেও, নিজেদের শেষ ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাও নিজেদের ঘরের মাঠে। স্বাভাবিক ভাবেই মন খারাপ পুরো দলের। আরসিবি-র পরবর্তী ম্যাচ ফের অ্যাওয়ে। ৭ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের 🌌মুখোমুখি হবে তারা। তার আগে বিরাট কোহলিদের মন🐎 ভালো করে দিল এক দল খুদে।
আরও পড়ুন: তোর গ্রহের ফের… DC অধিনায়ককে পুজোপাঠ করার পরামর্শ🌟 দিয়েছিলেন ধোনি, কিন্তু কেন?
খুদেদের সঙ্গে ছেলেবেলায় ফিরলেন কোহলিরা
ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েদের সঙ্গে কোহলি, দেবদত্ত পাডিক্কাল এবং ক্রুনাল পান্ডিয়া মিলে অনেকক্ষণ সময় কাটালেন, গল্প করলেন তাদের সঙ্গে। তুললেন দেদার সেলফি। ছোটদের সঙ্গে নিজেরাও যেন ছেলেবেলায় ফিরে গেলেন কোহলিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছে, তাতে দেখা গিয়েছে একদল খুদে কোহলিদের সঙ্গে দেখা করতে এসেছে। স্বপ্নের নায়কদের সামনে থেকে দেখে খুদে ক্রিকেট ভক্তরা একেবারে অভিভূত। একজন খুদে কোহলি𝄹র সঙ্গে সেলফি তোলার পর বলেছে, ‘আমি বাক্যহারা হয়ে পড়েছিলাম।’
একজন আবার ক্রুনাল পান্ডিয়ার ভক্ত। কেকেআর-এর ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্স নিয়ে কথা বলেছে ক্রুনালের সঙ্গে। সেই ম্যাচে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন ক্রুনাল। খুদেদের মধ্যে একজন জানিয়েছ, প্লেয়াররা খুবই কথা বলছিলেন। সকলকে ডেকেডেকে ছবিও তুলেছেন। আর তিন তারকা প্লেয়ারের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত স𒁏েই খুদেরা। আর এই ভিডিয়ো নেটপাড়ায় এখন ভাইরাল।
মুম্বই ম্যাচে পাওয়া যাবে কোহলিকে?
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কোহলিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সাই সুদর্শনের মারা জোরালো শট ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন কোহলি। তার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে আশঙ্কিত ক্রিকেটভক্তরা। কোহলির আঙুলের চোট নিয়ে অবশ্য আশ্বস্ত করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি দাবি করেছে꧑ন, ‘বিরাট ঠিকই আছে। চিন্তার কোনও 🐼কারণ নেই।’
আরও পড়ুন: দু'হাতেই অসাধারণ স্পিন বোলিং করেন,ꦏ অংকৃষকে আউট করে IPL-এ ইতিহাস লিখলেন ২২ গজের ‘সব্যসাচী’- ভিডিয়ো
সিরাজই গুঁড়িয়ে দিয়েছিলেন আরসিবি-কে
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে হারে আরসিবি। ঘরের মাঠে কোহলি নিরাশ করেছেন। রান পাননি। ৬ বলে ৭ করে আউট হয়ে যান তিনি। আরসিবি-র প্রাক্তন তারকা মহম্মদ সিরাজ এই মরশুমে জার্সির রং বদলেছেন। তাঁকে💜 আরসিবি না ধরে রাখায়, সিরাজ এবার আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন। আর নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচে সিরাজ একেবারে আগুনে মেজাজে জ্বলে ওঠেন। তিনি আরসিবি-র ব্যাটিং মেরুদণ্ডটাই ভেঙে দেন। তিনটি উইকেট নেন সিরাজ। ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ।