চৈত্র এবার শেষলগ্নের দিকে। আর কিছুদিন পরই আসতে চলেছে বাঙালির নববর্ষ। পয়লা বৈশাখ আসার আগে, চৈত্র সেলের বাজারে অনেকেই কেনাকাটি শুরু করেছেন। স্বভাবতই বেড়ে চলা তাপমাত্রা আর গরমের দিকে তাকিয়ে অনেকেই নববর্ষের নতুন জামꦗা হিসাবে সুতির জামাকেই বেছে নিচ্ছেন। তবে, সুতির কাপড় বা পোশাক কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো! খাঁটি সুতির কাপড় চিনতে হলে এই ৭ টিপস মাথায় রাখুন কেনার আগে।
১) আসল সুতি কাপড় বুনন পাতলা হয়। হাত দিয়ে এই 𒊎পা🍒তলা আর মোলায়েমভাবটা বোঝা যায়। ফলে কাপড়ে হাত রেখে তা অনেকেই ধরে নিতে পারেন। কাপড়টি হালকা হবে।
২) খাঁটি সুতি কাপড়ের উজ্জ্বলতা থাকবে কম। ফলে♚ যে সুতির কাপড় একদম খাঁটি হবে, সেই কাপড়ের মধ্যে চাকচিক্য একটু কম থাকবে।
৩) সুতির কাপড়কে মোচড়ানো হলে তা সহজেই কুঁচডকে য💮াবে। আবার তা একটু টানটান কඣরলে তা ঠিক আগের মতো হয়ে যাবে।
৪) সুতির কাপড় ভাঁজ করলে ভাঁজের দাগ সেভাবে স্পষ্ট হয়না। তবে ল🎐িনেনের কাপড় ভাঁজ করলেই তা দাগ বেশি স্পষ্ট হয়, আর অনেকক্ষণ স্থায়ী হয়।
৫) সুতির কাপড়ে এক 🦂ফোঁটা জল ফেলেও তার পরীক্ষা করা যায়। খাঁটি সুতির কাপড় হলে, জল সহজেই শোষণ করে নেবে আর তা মুহূর্তে ছড়িয়ে যাবে। সুতিতে তাড়াতাড়ি জল শোষিত হবে।
৬) যে পোশাক কিনবেন, তার লে🐷বেল অবশ্যই দেখে নেবেন। সে🙈খানে ‘কটন ব্লেন্ড’, ‘পলি কটন’, ‘১০০% কটন’ লেখার মধ্যে থেকে ‘১০০% কটন’কে বেছে নিন।
৭) সুতিতে বুনোটের ধরন সমান থাকে। একটি নির্দিষ্ট পꦺ্যাটার্নের বুনোট থাকে, তা খুব খতিয়ে দেখলে ধরা যায়।
( এই প্রতিবেদনের তথ্য সাধারণ মান্𝓡যতা নির্ভর𒀰। এর সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি।)