🌟 মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা। সমাজের মূলস্রোতে ফিরতে ছত্তিশগড়ের সুকুমায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে সেই ১২ জন মাওবাদী। আরও ১০ মাওবাদীও আত্মসমর্পণ করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত মাওবাদীদের মধ্যে ১২ জনের মাথার দাম ৪০.৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান জানান, শুক্রবার নয়জন মহিলা-সহ ২২ মাওবাদী পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
𓆏এসপি চহ্বান জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন, মাওবাদীদের মাদ ডিভিশনের অধীনে পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) কোম্পানি নং ১-এর ডেপুটি কমান্ডার মুচাকি জোগা (৩৩) এবং তাঁর স্ত্রী মুচাকি জোগি (২৮) এবং একই স্কোয়াডের আরও সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফ থেকে।
ꦆএছাড়াও অন্যদের মধ্যে রয়েছে কিকিড় দেব (৩০) এবং মনোজ ওরফে দুধি বুধরা (২৮)। তারা উভয়ই মাওবাদীদের এলাকা কমিটির সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও আত্মসমর্পণকারী সাতজন মাওবাদীদের মধ্যে প্রত্যেকের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবং একজন মাওবাদীরা জন্য ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
ꩵপুলিশ আরও জানিয়েছে, এর আগে আত্মসমর্পণকারী মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা করেছে। অবশেষে তাঁরা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এতে জেলা পুলিশ, জেলা রিজার্ভ গার্ড, সিআরপিএস বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইতিমধ্যে আত্মসমর্পণকারী সকল মাওবাদীকে ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের অভিনব উদ্যোগ 'নিয়াদ নেল্লানার' প্রকল্পের মাধ্যমে মাওবাদীদের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতির দ্বারা আরও পুনর্বাসিত করা হবে।
🌟প্রসঙ্গত, গত বছর সুকমা-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। এর আগে বিজাপুর জেলায় ১৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। যারা মাওবাদী সংগঠনের গাঙ্গালুর এরিয়া কমিটিতে বিভিন্ন পদে সক্রিয় ছিলেন। মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে ২০২০ সালের জুন মাসে ‘লোন ভারাতু’ কর্মসূচি শুরু হয়েছিল ছত্তিশগড়ে। সাম্প্রতিক সময় একই উদ্দেশ্যে শুরু হয় ‘নিয়া নার নিয়া পুলিশ’ এবং ‘নিয়াদ নেল্লানার’ প্রচার কর্মসূচি। যার পরিণামে এখনও পর্যন্ত প্রায় এক হাজার মাওবাদী অস্ত্র ছেড়ে সরকারি পুনর্বাসন প্রক্রিয়ায় শামিল হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।