বিমানের মধ্য়ে অত্যন্ত অস্বস্তিকর ঘটনা। বিমান একেবারে মাঝআকাশে। আর তখনই নজর যায় এক যুবক বার বার তার প্যান্টের মধ্য়ে হাত ঢোকাচ্ছেন। প্রথমে বিমানযাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি। এরপর তারা বুঝতে পারেন যে আসলে ওই যুবক প্যান্টের মধ্য়ে হাত ঢুকিয়ে হস্তমৈথুন করছেন। এরপ🍃রই শোরগোল পড়ে য়ায় বিমানে। বিমানটি জুরিখ থেকে ড্রেসডেনের দিকে যাচ্ছিল। সুইস🐻 এয়ারের বিমানের এই ঘটনার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইতিমধ্য়েই ওই বিমানযাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, ওই বিমানে দুই মহিলা যাত্রীর মাঝে বসেছিলেন ওই যুবক। তখন সকাল ৭টা বেজে ৪০ মিনিট। সেই সময় বিমানের মধ্য়ে বার বার প্যান্টের মধ্য়ে হাত ঢোকাচ্ছিলেন ওই যুবক। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়। এদিকে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই যুবক জার্মানির বাসিন্দা। তিনি বিমানের মধ্য়ে মহিলা যাত্রীদের মাঝে বসে হস্তমৈথুন করছিলেন। এটা একেবারেই মানতে পারেননি অন্যান্য যাত্রীরা। তাঁরা এনিয়ে প🍸্রতিবাদ জানান। এমন♔কী যে দুজন মহিলা যাত্রী ওই যুবকের পাশে বসেছিলেন তারাও জানিয়ে দেন তাঁরা এভাবে ওই যুবকের পাশে বসবেন না। এরপর তাঁদেরকে অন্য আসনে জায়গা করে দেওয়া হয়