সোমবার বিশাখাপত্তনমে লখনউ সুপার জ💖ায়ান্টসের ঝুলিয়ে দেওয়া বিশাল রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দুর🍎্দান্ত জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। আইপিএলে এত বেশি রানের টার্গেটে পৌঁছে এর আগে কখনও ম্যাচ জেতেনি ক্যাপিটালস। সেদিক থেকে নিজেদের আইপিএল ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে দিল্লি।
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়র লিগে শুরুতে ব্যাট করে এত বেশি রান তোলার পরে লখনউয়ের ম্যাচ হার এই প্রথম। সেদিক থেকে নিজেদের ই🥃ন্ডিয়ান প্রিমিয়র লিগ 🅘ইতিহাসে হতাশাজনক অধ্যায় রচনা করে লখনউ সুপার জায়ান্টস।
সব থেকে বেশি রান তাড়া করে জয় দিল্লির
সোমবার বিশাখাপত্তনমে লখনউয়ের ৮ উইকেটে𝓡 ২০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে যায়। জয়ের জন্য ২১০ রানের টার্গেট ছিল দিল্লির সামনে। আইপিএলে এত বড় রান তাড়া করে আগে কখনও ম্যাচ জেতেনি ক্যাপিটালস। সেদিক থেকে আইপিএলে এটিই দিল্লির সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার সর্বকালীন রেকর্ড।
এর আগে একবার মাত্র ২০০-র বেশি রান তাড়া করে ম্য🦄াচ জিতেছে দিল্লি। তারা ২০১৭ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করে। সেবার প্রথমে ব্যাট করে গুজরাট ৭ উইকেটে ২০৮ রান তোলে। দিল্লির সামনে জয়ের টার্গেট ছিল ২০৯ রানের। ক্যাপিটালস ৩ উইকেটে ২১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অবশ্য শেষ ইন🐷িংসে দিল্লির সব থেকে বেশি রান তুলে ম্যাচ জয়ের ক্ষেত্রে এটি এক নম্বরে থাকবে। সোমবারের ৯ উইকেটে ২১১ থাকবে দ্বিতীয় স্থানে।
লখনউয়ের বিরুদ্ধে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই প্রথমবার কোনও দল ২০০ বা তারও বেশি রান তাড়া করে ম্যাচ জেতে। অর্থাৎ, এর আগে আইপিএলে শুরুতে ব্যাট করে ২০০ রান তুলে কখনও ম্যাচ হারেনি লখনউ। এই প্রথমবার তাদের༒ এমন হতাশাজনক অভিজ্ঞতার মুখে পড়তে হয়। লখনউয়ের ২০𒐪৯ রান টপকতে ম্যাচ জেতে দিল্লি।
এর আগে গত বছর লখনউয়ের ঝুলিয়ে দেওয়া ১৯৭ রানের টার্গেটে পৌঁছে ম্যাচ জ🉐েতে রাজস্থান রয়্যালস। এতদিন সেটিই ছিল সুপার জায়ান্টসের 𝕴বিরুদ্ধে কোনও দলের সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড। এবার রাজস্থানের থেকে সেই রেকর্ড ছিনিয়ে নেয় দিল্লি।