লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বিহারে। গিরিরাজ সিং, সঞ্জয় জয়সওয়াল, বিজয় কুমার সিনহা, শাহনওয়াজ হুসেন সহ একাধিক বিজেপি নেতা মমতাকে তীব্র আক্রমণ করেছেন। বিহারের বিজেপি নেতাদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে ভোট পেতে চান। উল্লেখ্য, ভারতীয় অর্থনীতি নিয়ে মমতাকে একটি প্রশ্ন করা হয়েছিল কেলগ কলেজের অনুষ্ঠানে। তা নিয়েই বিতর্কের সুত্রপাত। (আরও পড়ুন: 🌄হিন্দু রাজতন্ত্রের দাবিতে আগুন জ্বলল নেপালে, ধৃত ১০০, এখন কাঠমান্ডুর অবস্থা কেমন)
আরও পড়ুন: ☂ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙেছে বাড়ি, মৃত ১০০০, ছবিতে দেখুন ময়ানমারের হাল
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কেলগ কলেজে প্রশ্ন করা হয়েছিল, 'ব্রিটেনকে পিছনে ফেলে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। শীঘ্রই এটি তৃতীয় স্থান অর্জন করবে এবং ২০৬০ সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের এক নম্বর হতে পারে, এ সম্পর্কে আপনার মতামত কী?' এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এর সঙ্গে সহমত নই। (আরও পড়ুন: ꦗছত্তিশগড়ের সুকমায় এনকাউন্টার, নিহত ১৬ মাওবাদী, জখম দুই জওয়ান)
আরও পড়ুন: 🦩সইফের ওপর হামলায় চার্জশিট দাখিল করেনি পুলিশ, বাংলাদেশি শরিফুল আদালতে বললেন…
আর এই নিয়ে মমতাকে আক্রমণ শানিয়েছে বিহারের একের পর এক বিজেপি নেতা। মমতার লন্ডন উক্তি নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন কটাক্ষ করে বলেন, মমতা দিদির উচিত বাংলার দায়িত্ব নেওয়া, অক্সফোর্ড নিজেরাই নিজেদের খেয়াল রাখবে। তার সরকারের কর্মকাণ্ড যদি ভালো না হয় সর্বত্র বিরোধিতাই করা হবে। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো রাজনীতি নির্ভর করছে বাংলাদেশি অনুপ্রবেশকারিদের ওপর। কীভাবে বাংলাদেশিদের ভারতে জায়গা করে দেওয়া যায়, তাদের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া যায়। তাঁর হৃদয় ভারতবিরোধী। (আরও পড়ুন: 𓆉রাতে ফের ভূমিকম্প মায়ানমারে, মৃতের সংখ্যা বাড়ল আরও কয়েক গুণ! ভারত পাঠাল সাহায্য)
আরও পড়ুন: 🐻দক্ষিণবঙ্গে পারদ চড়বে আরও, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা
🍬বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হেঁটেছেন, গোটা দেশ কীভাবে তাঁর পাশে দাঁড়াবে? তাঁরা যদি সনাতনের সন্তানদের লজ্জা দিয়ে থাকে, তাহলে তার ফল তাদের ভোগ করতে হবে। অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, গোটা বিশ্ব ভারতের অর্থনীতির শক্তির কথা স্বীকার করে। আইএমএফ বলছে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্য গোপন করে ভারতকে অপমান করছেন। যখনই টুকরে টুকরে গ্যাং বিদেশে যায়, তখনই তারা ভারতকে অপমান করে। এটা দুর্ভাগ্যজনক।