ওড়িশায় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল আসামগামী এক্সপ্রেস ট্রেনের। জানা গিয়েছে, কটক স্টেশন ছেড়ে যাওয়ার কিছু পরই কেন্দাপাড়ার কাছে দিঘি ক্যানেলে দুর্ঘটনার কবলে পড়ে কামাক্ষ্যা এক্সপ্রেস। এর জেরে লাইনচ্যুত হয়েছে ট্রেনের একাধিক এসি কামরা। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা। প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে পরে জানা যায়, ১ যাত্রীর মৃত্যু হয়েছে। ২৫ জন গুরুতর ভাবে আহত। (আরও পড়ুন: বিধ্বস্ত মায়ানমারে জারি গৃহযুদ্ধ, 🐼ভারত 🔯লাগোয়া অঞ্চলে বিদ্রোহীদের ওপর বিমান হামলা)
আরও পড়ুন: জারি ১৬৩ ধারা, '৪-৫টা গাড়ি 𝔉নিয়ে দাপাচ্ছেন সাবিনা ইয়াসমিন', কেমন আছে ম🦄োথাবাড়ি?
আরও পড়ুন: দশম, দ্বাদশ শ্র🍒েণির সিলেবাস প্রকাশ করল সিবিএসই, বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
দাবি করা হয়েছে, ট্রেনটির ১১টি কামলা লাইনচ্যুত হয়েছে। বেঙ্গালুরু থেকে আসছিল এই ট্রেনটি। আজ বেলা ১১টা ৪৫ মিনিট নাগাজ দুর্ঘটনাটি ঘটেছিল। এদিকে দুর্ঘটনার ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, জিনিসপত্র লাগেজ নিয়ে যাত্রীরা লাইনে নেমে এসেছেন। (আরও পড়ুন: ভারতে পরমাণু চুল্লি তৈরির অনুমোদন পেল ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতির🀅 মার্কিন সংস্থা)
আরও পড়ুন: আজ তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়? কলকাতায় পারদ কত চড়বে💞?
এদিকে দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা পার হওয়ার পরও রেলের মদত না পৌঁছানোয় অনেক যাত্রীই নাকি গন্তব্যে পৌঁছতে বিকল্প উপায় খুঁজতে শুরু করেন। এদিকে যাঁদের গন্তব্য অনেক দূরে, তাঁরা অসহায় হয়ে সেখানেই অপেক্ষা করতে থাকেন। (আরও পড়ুন: মেঘালয়ের প্রত্যন্ত এক ছোট্ট নদীতে ♏খোঁজ মিললꦉ নতুন মাছের প্রজাতির)
আরও পড়ুন: জঙ্গি নিধ🍬নের নামে নিরীহ গুজ্জরদের মারল পাকিস্তান, ক্ষমা চেয়ে খালাস সরকার
আরও পড়ুন: ভারতীয় সেনার পরে ♐এবার বড় পদক্ষেপের পথে বাংলাদেশের সশস্ত্র বাহিনী
প্রসঙ্গত, ২০২৩ সালের ২ জুন ওড়িশারই বালাসোরে বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সাম্প্রতিক কালে ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা ছিল সেটি। বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল সেই দুর্ঘটনায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। সেই দুর্ঘটনায় প্রাণ হা🎃রিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। এদিকে আহত হয়েছিলেন প্রায় ১০০০ যাত্রী।