বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের পেরেন্ট কোম্পানিকে ৯৪৪ কোটি টাকা জরিমানা করেছে আয়কর দফতর। অবশ্য, এই জরিমানাকে সম্পূর্ণ ভাবে ‘ভুল ও অযৌক্তিক’ বলে আখ্যান দিয়েছে সংস্থার🥂 কর্তৃপক্ষ। পাশাপাশি, তার🎃া জানিয়েছে, যে এই জরিমানার বিরুদ্ধে উপযুক্ত আইনি লড়াইয়ে নামবে তারা। ইন্ডিগোর পেরেন্ট কোম্পানির নাম ইন্টারগ্লোব অ্যাভিয়েশন।
রবিবার এই জরিমানা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইনসের পেরেন্ট কোম্পানি। তারা জানিয়েছে, ‘২০২১-২২ অর্থবর্ষের একটি মূল্যায়নের ভিত্তিতে দেশের আয়কর দফতর আমাদের উপর ৯৪৪ কোটি টাকা জরিমানা করেছে। কিন্তু এই নির্দেশটি সম্পূর্ণ ভাবে কিছু ভুল তথ্যের ভিত্তিতে জারি করা হ🍌য়েছে।’তারা আরও জানিয়েছে, ‘আয়কর দফতরের এই জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়া হবে। বিচারপ্রক্রিয়ার উপর আমাদের পুরো আস্থা রয়েছে।’ তবে এই জরিমানার জেরে ব্যাঘাত ঘটবে কি ইন্ডিগোর পরিষেবায়? সংস্থার দাবি, এই ঘটনায় কোনও প্রভাবই পড়বে না যাত্রীদের উপর। সমস্ত পরিষ𒉰েবা অব্যাহতই থাকবে।আর এই জরিমানা এমন এক সময়ে করা হয়েছে যখন ইন্ডিগো ইতিমধ্যেই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। চলতি অর্থবর্ষে বিমান সংস্থার আয় ২,৯৯৮.১ কোটি টাকা থেকে কমে ২,৪৪৮.৮ কোটি টাকা হয়েছে।
জানা গিয়েছে, এই জরিমানার পর শুক্রবার কিছুটা নড়ে যায় ইন্ডিগোর শেয়ার। বরাবরের তুলনায় ০.৩২ শতাংশ পড়ে এই শেয়ারের দর। বর্তমানে এ📖ই শেয়ার দাম চলছে ৫ হাজার ১১৩ টাকা🤡য়। গত এক বছর ধরে বিনিয়োগকারীদের প্রায় ১১.৩৬ শতাংশ লাভ তুলে দিয়েছে এই সংস্থার শেয়ার।
গত বছর ডিসেম্বরেই ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর কপালেই জুটল বিশ্বের নিকৃষ্টতম বিমানসং🎐স্থার ‘অপবাদ’।‘এয়ারহেল্প’ নামের একটা সংস্থা গোটা বিশ্বের বিমান সংস্থাগুলির মান নিয়ে সমীক্ষা চালিয়েছিল। যেখানে দেখা হয় সময় মতো বিমান ছাড়া, বিভিন্ন পরিষেবার মান, ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়গুলি। সেই সমীক্ষাতেই ‘লাস্ট বেঞ্চে’ ঠাঁই হল ইন্ডিগোর। ১০৯টি বিমান সংস্থার মধ্যে ১০৩-এ স্থান হয় তাদের। এরপরেই বিমান সংস্থাটি জানায়, ডিজিসিএ-র তথ্য বলছে নিয়মানুবর্তিতা বজায় রাখতে যাবতীয় নিয়ম পালন করে সংস্থা। যাত্রীরাও তাদের সম্পর্কে অভিযোগ কম করেন। সংস্থাটি আরও দাবি, ভারতের অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত বিমান সংস্থা ইন্ডিগো। ঠিক সময়ে বিমান চলাচল করে। ভাল পরিষেবা দেওয়ার কারণেই বিমানসংস্থা হিসেবে সুনাম রয়েছে তাদের।