উত্তরপ্রদেশের মীরটে সৌরভ রাজপুত খুনের ঘটনায় পুলিশি তদন্ত প্রায় শেষ। তবে সেই ঘটনায় অভিযুক্ত সৌরভের স্ত্রী মুসকান রাস্তোগির একটি অশ্লীল ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তা নিয়ে ফের তদন্তে নেমেছে পুলিশ। দাবি করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়েছে সেই ভিডিয়ো। যে ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়োটি আপলোড করেছেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ভিডিয়োটি এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে। মুসকান ও ব্রহ্মপুরী থানার ইনচার্জ রমাকান্ত পাচৌরিকে সেই ভিডিয়োতে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অসৎ উদ্দেশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি আপলোড করা হয়েছে। (আরও পড়ুন: 💛বিহারে দুর্গা মন্দির থেকে ফেরার সময় ভক্তদের ওপর পাথর ছোড়ার অভিযোগ, জখম মহিলারা)
আরও পড়ুন: 🅺পশ্চিমবঙ্গ ভাঙিয়ে 'অখণ্ড বাংলাদেশ' গড়তে চাওয়া উপদেষ্টার বাবার ওপর হামলা
পুলিশ জানিয়েছে, এই এআই ভিডিয়ো নিয়ে পুলিশকর্মী করমবীর সিং থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে বলা হয়েছে, প্রিয়াংশু নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বিভ্রান্তিকর ভিডিয়োটি পোস্ট করেছেন। মনে করা হচ্ছে, পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এসপি সিটি আয়ুষ বিক্রম সিং বলেন, 'সিনিয়র সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ভিডিয়ো প্রচারের ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে। এছাড়াও মুসকান ও অভিযুক্ত সাহিল শুক্লার কিছু আপত্তিকর ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।' (আরও পড়ুন: 🅷জয়পুরে ইদের নমাজের সময় ফুল বর্ষণ গেরুয়াধারীদের, দেখুন সম্প্রীতির সেই দৃশ্য)
আরও পড়ুন: ♐'প্রতি বছর মমতাকে খিলাফত কমিটির মঞ্চে দেখা যায়, এই সংগঠনের আসল উদ্দেশ্য কী?'
ಌএদিকে সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও পোস্টের বন্যার তীব্র নিন্দা করলেন মীরটের বিজেপি নেতারা। স্থানীয় বিজেপি নেতারা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই নিয়ে চিঠি দিয়েছেন। এই হত্যাকাণ্ড সংক্রান্ত সব ধরনের মিম এবং পোস্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। মীরট জেলা কারাগারের সিনিয়র পুলিশ সুপার ভিআর শর্মা বলেন, '১৯ মার্চ মুসকান রাস্তোগি ও সাহিল শুক্লাকে আদালতে হাজির করা হয়েছিল। প্রোটোকল অনুযায়ী তাদের ১০ দিন ব্যারাকে রেখে অন্য বন্দিদের সঙ্গে পাঠানো হয়। পুলিশি তদন্ত প্রায় শেষের পথে।' জানা গিয়েছে, পুলিশ শীঘ্রই আঙুলের ছাপ, রক্তের নমুনা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ বেশ কয়েকটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে পারে।