পাকিস্তানে ট্রেন হানার ঘটনার কিছꦏুদিন যেতে না যেতেই ফের পাকিস্তানে আরও এক ভয়াবহ হামলার ঘটনা। একই দিনে পাকিস্তানের বুকে জোড়া হামলা। দক্ষিণ, পশ্চিম পাকিস্তানে একাধিক জায়গায় ২ টি হামলার ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত ৮ জন।
এফপি সূত্রের খবর, ‘বালুচিস্তানে একাধিক জায়গায় যাত্রীবাহী বাস ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করে জঙ্গিরা।’ এমনই দাবি স্থানীয় এক ব্যক্তির। জানা গিয়꧙েছে, সেই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একটি সূত্র বলছে, ঘটনাটি করাচিগামী বাসে ঘটেছে। জানা গিয়েছে, পাকিস্তানের উপকূলীয় গদল বন্দর এলাকায় পাসনি এলাকায় এই হামলা হয়। এই এলাকাতেই চিনের পরিকাঠামো উন্নয়নগচত প্রকল্প চলছে। জানা যাচ্ছে, একাধিক অস্ত্রধারী বাসকে থামিয়ে সেখান থেকে যাঁরা স্থানীয় নন, তাঁদের আলাদা করে চিহ্নিত করেন। ‘দ্য ডন’র খবর অনুযায়ী, ‘ সশস্ত্র লোকজন বাস থেকে ৪ জন যাত্রীকে নামিয়ে তাঁদের আইডি দেখে। বাকি ৩ জনকে চেনে নিয়ে যাওয়া হয়।’ এদিকে, সশস্ত্ররা হাইওয়ে রোধ করে এই ঘটনা ঘটিয়েছে বলে খবর।
( Surya Grahan 2025 Date time: ২০২৫র প্রথম সূর্যগ্র🐟হণ পড়🅰ছে শনি অমাবস্যায়! কখন শুরু? রইল সময়কাল)
এদিকে, বালোচিস্তানের কোয়েটাতে এক পুলিশের গাড়ির সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় তখনই ৩ জনের মৃত্যু হয়। আহত হন ২১ জন। জানা গিয়েছে, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে পুলিশরকর্মীরাও রয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। এদিকে, একই দিনে জোড়া বিস্ফোরণের জেরে শো🌠ক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি। শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রসঙ্গত, পাকিস্তানে সদ্য এক বালোচনেত্রী মেহরাংয়েক গ্রেফতারর পর থেকেই বালোচ সংগঠনগুলি ক্ষোভে ফেটে পড়ে। মেহরাংয়ের মুক্তির দাবিতে সদ্য করাচির রাস্তায় পা মেলান বহু বালোচ। সেদিন গোটা করাচি ১৪৪ ধারার আওতায় ছিল। এরপর সদ্য এই দুই জোড়া হামলা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছে।