মার্কিন মুলুকে যে বিপুল সংখ্যায় ভারতীয়দের একাংশ বেআইনিভাবে যাচ্ছেন এবং সেখানে থাকছেন, সেই ছবিটা ক্রমশই স্পষ্ট হচ্ছে। আমেরিকার অভিবাসন ও শুল্ক প🔴্রয়োগ (আইসিই) বিভাগের তরফে পেশ করা একটি রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
গত ১৯ ডিসেম্বর সেই রিপোর্ট প্রকাশ করেছে আইসিই কর্তৃপক্ষ। সেই অনুসারে, চলতি বছর (২০♋২৪) প্রত্যেক ৬ ঘণ্টার ব্যবধানে অন্ত🐻ত একজন করে ভারতীয়কে আমেরিকা থেকে নির্বাসিত করে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
তথ্য বলছে, ২০২১ সালের তুলনায় ২০২৪ সালে ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে ৪০০ শতাংশ। ২০২১ সালে ম𒆙োট ৫৯, ০১১ জন বিদেশিকে আমেরিকা থেকে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ভারতীয় ছিলেন ২৯২ জন।
২০💞২৪ সালে আমেরিকা থেকে মোট ২,৭১,৪৮৪ জনকে আমেরিকা থেক🍃ে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই তালিকায় ভারতীয়দের সংখ্য়া ১,৫২৯।
এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া-এ যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে একজন উচ্চপদস্থ ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে কিছু তথ্য সামনে আনা হয়েছে। ওই আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ভারতীয়দের আমেরিকা থেকে এভাবে ফেরত পাঠানোর পিছনে নানা কারণ থাকতে পারে। যার মধ্যে অন্য়তম হল, সেখানকার অভিবাসন নীতি সংক্রান্ত নয়া বদল। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষার বি🌺ষয়টি এ𓂃খানে গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে, ভারত ও আমেরিকার মধ্যে যেসমস্ত দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে, এই বিষয়টির উপর তারও ভূমিকা রয়েছে।'
ভারতের ওই উচ্চপদস্থ আধিকারিক আরও জানিয়েছেন, ইদানীংকালে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার ঘটনা বাড়ছে। তার জন্য অনুপ্রবেশকারীদের তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর সংখ্যাও বাড়তে পারে। পাশাপাশি,🦩 আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে যদি কোনও ব্যক্তি আমেরিকায় থেকেও ♔সেখানে থাকার জন্য বৈধ নথি না দেখাতে পারেন, তাহলেও তাঁকে পত্রপাঠ তাঁর দেশে ফেরত পাঠানো হচ্ছে।
২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত, যে সময়টায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এই দুই বছরে সব মিলไ🐈িয়ে মোট ৩,৯২৮ (দুই বছরে যথাক্রমে - ১,৬১৬ এবং ২,৩১২) জনকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। কারণ, ওই ভারতীয়রা বেআইনিভাবে আমেরিকায় ঢুকেছিলেন।
এরপর আমেরিকার প্রেসিডেন্ট হন জো বাইডেন। ২০২৪ সালের প্রকাশিত রিপোর্♛ট অনুসারে, এই সময়কালের মধ্যে মোট ৩,৪৬৭ জন ভারতীয় অনুপ্রবেশ🍌কারীকে সেদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে, আগামী বছরের প্রথমেই ফের একবার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগেভাগেই তিনি জানিয়ে রেখেছেন, অনুপ্রবেশকারীদে🐷র রেয়াত করবেন না। বেআইনিভাবে আমেরিকায় ঢুকলে❀ই তাঁদের তাড়াবেন সেদেশ থেকে।
ইতিমধ্যেই ১৭,৯৪০ জন ভারতীয় বংশ🔯োদ্ভূত অনুপ্রব𝐆েশকারীর একটি তালিকা প্রস্তুত করে রেখেছে মার্কিন প্রশাসন। মনে করা হচ্ছে, ট্রাম্প গদিতে ফিরলেই তাঁদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।