আফগানিস্তানের যে তালিবান নেতার উপর আমেরিকা এতদিন ধরে মাথার দাম ঘোষণা করেছিল ১০ মিলিয়ন মার্কিন ডলার, সেই সিরাজউদ্দিন হাক্কানির উপর থেকে পুরস্কার মূল্য আচমকাই সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই তথ্য জানিয়েছে, আফগানিস্তানের তালিবান সরকার। বহুদিন ধরেই আমেরিকার কাছে এই সিরাজউদ্দি🔯ন হাক্কানি ছিল ওয়ান্টেড। এই হাক্কানিকে জেরার করার লক্ষ্যে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হঠাৎই তার উপর থেকে ‘মাথার দাম' কেন সরাল আমেরিকা? প্রশ্ন সামনে রেখে বেশ কিছু তথ্য উঠে আসতে শুরু করেছে।
রয়টার্সের খবর বলছে, সিরাজউদ্দিন হাক্কানির উপর থেকে মাথার দাম তুলে নেওয়া সংক্রান্ত বিষয়ে আফগান তালিবান দাবি করলেও, তা নিয়ে আমেরিকার এফবিআই-র ওয়েবসাইট। সেখানে এখনও দাবি করা হচ্ছে, আমেরিকার কাছে ‘ওয়ান্টেড’ এই হাক্কানি। প্রসঙ্গত, আমেরিকা আর আফগানিস্তানের যৌথ বাহিনীর উপর হামলার ক্ষেত্রে একাধিক ঘটনায় অভিযুক্ত এই সিরাজউদ্দিন হাক্কানি। তবে সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে আমেরিকার তরফে পুরস্কারমূল্য সরানো নিয়ে কোনও দাবি করা হয়নি। এদিকে, কয়েকদিন আগেই আফগানিস্তানে বন্দি অবস্থা থেকে ছাড়া পান এক মার্কিনি নাগরিক। জানা যাচ্ছে, ওই মার্কিনি নাগরিক সেখানে গত ২ বছর ধরে আটক ছিলেন। সদ্য, মর্কিনি বন্দিদের তরফে প্রতিনিধি অ্যাডাম বোহেলার ও তালিবানের মধ্যে আলোচনার পর ওই মার্কিন নাগরিককে ছেড়ে দেয় আফগানিস্তান।উল্লেখ্য,২০২২ সালে পর্য✤টক হিসাবে আফগানিস্তানে গিয়েছিলেন ওই মার্কিনি। তখনই তিনি তালিবানের হাতে বন্দি হন। সদ্য তাঁকে দেওয়া মুক্তি নিয়ে মোট ৩ মার্কিনিকে মুক্তি দিল আফগানিস্তান। ঠিক তারপরই তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে আমেরিকার মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা সিরাজউদ্দিন হাক্কানির ওপরে থাকা ১ কোটি ডলারের পুরস্কারমূল্য সরাল ওয়াশিংটন।
উল্লেখ্য, এই সিরাজউদ্দিন হাক্কানি মূলত, জালাউদ্দিন হাক্কানির ছেলে। এই জালালউদ্দিন হাক্কানির হাতেই তৈরি হয়েছে💧 হাক্কানি নেটওয়ার্ক। ১৯৮০ সালে জালালউদ্দিন লড়েছিল সোভিয়েতের বিরুদ্ধে। বর্তমানে সিরাজউদ্দিন এই নেটওয়ার্কের প্রধান। উল্লেখ্য, প্রচারের আলো থেকে দূরে থাকে এই সিরাজউদ্দিন। ২০২১ সালে আফগানে তালিবান 🐈প্রবেশের সময় এই সিরাজউদ্দিন তালিবান নেতাদের মধ্যে অন্যতম, যিনি তালিবানের দখলের সময় প্রথমের দিকে কাবুলে প্রবেশ করেন।