সাংবাদসংস্থা ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে আইপিএলের টানা দুমাস ধরে স্রেফ সাদা বলেই ক্রিকেটাররা খেলবে না, মাঝে লাল বলেও অনুশীলন করবেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার। এক্ষেত্রে বিসিসিআই ক্রিকেটারদের নির্দেশ দিতে পারে, যাতে আইপিএলের মাঝেই ক্রিকেটাররা লাল বলেও অনুশীলন করে।