Durga Puja 2020: BCCI প্রেসিডেন্ট নন! পাঞ্জাবি পরে অষ্টমীতে মাতলেন 'পাড়ার ছেলে' সৌরভ Updated: 24 Oct 2020, 05:51 PM IST HT Bangla Correspondent আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন। সেই ব্যস্ত সূচির ফাঁকেই দেশে ফিরেছেন। আর অষ্টমীর সকালে পুজোর মণ্ডপে দেখা মিলল ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পাঞ্জাবি পরে একেবারে 'পাড়ার ছেলে' তখন তিনি। দেখে নিন সেই ছবি-