ছোটবেলার স্মৃতি সকলের কাছে সততই মধুর, যদি না সেখানে কোনও তিক্ততা মিশে থাকে। তেমনিই আম আদমি থেকে সেলেব সকলেরই একটা ছোটবেলা থেকে থাকে। সম্প্রতি ফেসবুক পেজের হাত ধরে উঠে এসেছ✨ে টলিপাড়ার ৪ 𒆙অভিনেত্রীর ছোটবেলার ছবি। এই ৪ জনই কিন্তু দর্শক দরবারে বেশ জনপ্রিয়, কেরিয়ারে যথেষ্ঠ সুপ্রতিষ্ঠিতও বটে। দেখুন তো এদের চিনতে পারেন কিনা!
প্রথম ছবিতে যে খুদেকে দেখা যাচ্ছে, তাঁরা খুব ছোটবেলায় কেরিয়ার শুরু করেছিলেন। তখন তাঁদের বয়স ছিল মাত্র ১০ বছর। যদিও সেটা ছিল ছোট চরিত্র। ২০০৩ সালে লিড রোলে প্রথম কাজ। তখন তাঁর বয়স ১৬। এরপর সে বছরই বিয়ꦆে করে নেন। তবে সেই বিয়ে সুখের হয়নি।তবে দীর্ঘ সেই দাম্পত্য ভেঙে যায়, এক সন্তান থাকলেও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে। সেই বিয়ে ভাঙার পর এই অভিনেত্রী আরও দু বার গিয়েছেন বিয়ের পিঁড়িতে। তবে প্রতিবারই ভাঙা মন নিয়েই থাকতে হয়েছে তাঁকে। বলুন তো ইনি কে?
দ্বিতীয় ছবিতে যে খুদেকে দেখা যাচ্ছে, তা🐻ঁর নাম আসে টলিউডের এ লিস্টার নায়িকাদের তালিকায়। একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে সিনেমার পাশাপাশি প্রেম নিয়ে জড়িয়েছেন বড় বিতর্কে। বাংলার 💧এক নামী পরিচালকের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই, আরেকজনের সঙ্গে তাঁর নাম জড়ায়। যদিও পরে, দুটো সম্পর্কই আর ‘টেকেনি’। সেই থেকে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেন এই নায়িকা। ইনি কে চিনতে পারছেন?
আরও পড়ুন-আদালতে মাধবꦿনের সঙ্গে অক্ষ꧒য়ের লড়াই! আক্কি কি পারবেন জালিয়ানওয়ালাবাগের সত্যি সামনে আনতে?
তৃতীয় অর্থাৎ একদম ডান পাশে যে ছোট্ট মেয়েটিকে দেখা যাচ্ছে, এই মেয়েটা এখ🥀ন বাংলার মানুষদের নয়নের মণি। লক্ষ লক্ষ অনুরাগী তাঁর। দুই ছোট্ট ছোট্ট ছেলে-মেয়ের মা তিনি। ২০২০ সালে প্রথমবার মা হয়েছিলেন। এসেছিল পুত্র সন্তান। আর ২০২৩-এ দ্বিতীয় বার মা হন তিনি। আসে কন্যা সন্তান। নামী পরিচালকের স্ত্রী তিনি। চিনুন তো ইনি কে?
আর শেষ ছবিটিতে যে ছোট্ট শিশুকে দেখা যাচ্ছে, তিনিও টলিউ﷽ড অভিনেত্রী। প্রায় দু-দশক ধরে কাজ করছেন টলিউডে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আর অভিনয়ের সঙ্গে মিষ্টি ব্যবহারে 𓃲মন কাড়ে সবার। ও হ্যাঁ, এই নায়িকার বাবাও কিন্তু টলিউডের প্রথম সারির অভিনেতা। অভিনেত্রী অতি সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তার আগে এক পুত্র সন্তানও রয়েছে তাঁর। কে ইনি?
চিনতে নিশ্চয় পেরেছেন টলিপাড়ার এই ৪ তারকাকে। তবু বলে রাখি এই ৪ জনের মধ্যে প্রথমজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্বিতীয় জন মিমি 🍸চক্রবর্তী, তৃতীয় জন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর চতুর্থ জন কোয়েল মল্লিক।