‘দল হেরে যাওয়ার পর ধোনি ছয় মারছে’! CSKর তারকাকে খোঁচা বিশ্বকাপজয়ী তারকার! রুতুরাজের ব্যাটিং পজিশন নিয়েও তুললেন প্রশ্ন Updated: 31 Mar 2025, 05:00 PM IST Moinak Mitra মহেন্দ্র সিং ধোনির কিছু পরিসংখ্যান তুলে ধরেই বড় মন্তব্য করলেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিং। তিনি বলছেন, ‘ধোনি অনেক বড় ক্রিকেটার, কিন্তু ও যখন ব্যাট করতে নামছে ততক্ষণে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। তাই ওকে আগে নামিয়ে চালিয়ে খেলার নির্দেশ দিতে হবে’।