মুহূর্মুহূ গোল নষ্টের প্রদর্শনী দেখিয়ে আইএস𒁃এল থেকে ছিটকে গেল নর্থইস্ট ইউনাইটেড। গোটা ম্যাচে দুর্ধর্ষ ডিফেন্স করল জামশেদপুরের রক্ষণ। ১০ জনে খেলল জামশেদপুর, কিন্তু তাও গোলের খাতা খুলতে পারল না নর্থইস্ট🌜 ইউনাইটেড। ২-০ গোলে শিলংয়ে গিয়ে নর্থইস্টকে হারাল খালিদ জামিলের জামশেদপুর এফসি। সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর।
নর্থ ইস্ট ইউনাইটেড এগিয়ে থেকেই এই ম্যাচে মাঠে নেমেছিল। কারণ অক্টোবর মাসে এই জামশেদপুর🦹 এফসিকে তাঁরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। এরপর ফেব্রুয়ারি মাসে জামশেদপুরের মাঠে গিয়েও তাঁদের ২-০ গোলে হারিয়েছিল আলাদিনরা। এদিন খেলার শুরু থেকেই আধিপত্য ছিল তাঁদেরই। কিন্তু প্রথমে ত𓆏াঁরাই পিছিয়ে পড়ে নিজেদের ভুলে।
১২ মিনিটের মাথায় নেস্টরকে পিছন থেকে ফাউল করার জন্য জামশেদপুরে🎃র ডিফেন্ডার এজে-কে হলুদ কার্ড 𓆉দেখান রেফারি। প্রথম থেকেই নর্থইস্ট ইউনাইটেডই বেশি আক্রমণ করছিল। ১৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে জামশেদপুরে রেই তাচিকাওয়া সুযোগ পেয়ে গেছিলেন, কিন্তু ডিফেন্ডারের গায়ে বল মারেন।
নেস্টরের ভুলে এগিয়ে যায় জামশেদপুর
২৯ মিনিটের মাথায় বড় ভুল করে বসেন নর্থ 🥀ইস্ট ইউনাইটেডের নেস্টর। থ্রোয়িংয়ের সময় তিনি বল ডিফেন্স করতে নেমে এসেছিলেন, কিন্তু বল ক্লিয়ার করতে গিসে মিস কিক করে ফেলেন। তাতেই বল পেয়ে যান স্টিফেন এজে। সেখান থেকে জোরালো শটে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন জামশেদপুরকে। নেস্টরের জায়গায় সেখানে কোনও ডিফেন্ডার বা মিডফিল্ডার থাকলে বল দ্রুত ক্লিয়ার হয়ে যেত। এই গোলের সময়ই কার্যত দেখা যায়, নর্থইস্ট ফুটবলাররা মাথায় হাত দিয়ে ফেলেছিলেন। গোলরক্ষক গুরমিত সিংকে অসহায় দেখাচ্ছিল।
৫২ মিনিটে জীতিন এমএসের শট একটুর জন্য বারের ওপর থেকে চলে যায়। ৫৯ মিনিটে নেস্টরের ফ্রি কিক থেকে ঠিকঠাক হেড করতে পারলেন না আলাদিন। বল পজিশনে দেখা যাচ্ছিল জামশেদপুরের থে🍃কে অনেক এগিয়ে ছিল নর্থইস্ট, কিন্তু মরিয়াভাবে ডিফেন্স করে গেলেন জামশেদপুরের ফুটবলাররা। ৮২ মিনিটে জর্ডন মারের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন সিভেরিও, নাহলে তখন🐽ই ম্যাচে জয় নিশ্চিত করে ফেলতে পারত জামশেদপুর। অ্যালবিনো গোমস এদিন জামশেদপুর গোল দূর্গ রক্ষা করলেন একাধিকবার।
শেষ লগ্নে গোল জাভির
এরপর ৮৮ মিনিটে অযথা মাথা গরম করে লালকার্ড দেখেন মোবাশির রহমান। বল ক্লিয়ার করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে নর্থইস্ট ফুটবলারকে 🏅পা দিয়ে আঘাত করেন, এরপর রেফারি তাঁকে লালকার্ড দেখান। ৯০ মিনিটের মাথায় গুলেরমো ফার্নান্দেজ সহজ সুযোগ নষ্ট করেন নর্থইস্টকে সমতায় ফেরানোর। এরপর আলাদিনের হেডার বারে লেগে প্রতিহত হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মূহূর্ত আগে নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জাভি হার্নান্দেজ। ৭০ শতাংশ বল পজিশন রেখেও গোলের খাতা খুলতে না পেরে আইএসএল থেকে বিদায় নিল নর্থইস্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।