আ♉জ সন্ধেবেলা চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল লেজেন্ডস দল এবং ইন্ডিয়া অল স্টার। ভারতীয় ফুটবলের এমন ম্যাচ বিরল। যেখানে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকারা ভারতীয় ফুটবলের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামবেন। দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যোগসূত্র তৈরি করতেই এই ম্যাচের আয়োজন করা হয়।
ব্রাজিলের হয়ে কারা খেলবেন?
ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে- ২০০২ বিশ্বকাপ ফাইনালজয়ী দলের রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাফুদের✤। থাকছেন গিলবার্তো সিলভা, এডমিলসন, মার্সেলো, ভিওলা, জিওভানি, জুনিয়র অ্যালেক্স ফেরো, লুসিও, আমারাল, জর্জিনহো, দিয়েগো গিল, গোমেস, পাওলো সার্জিও, কামানদুকাজা, এলিভেল্টন, রিকার্ডো অলিভিয়েরা, কা💯কাপা এবং ক্লেবারসন।
কখন শুরু ম্যাচ?
ব্রাজিল লেজেন্ড ভার্সেস ইন্ডিয়া অಌল স্টার্🦩সের ম্যাচ শুরু আজ সন্ধে সাতটায়।
কোথায় দেখা যাবে লাইভ সম্প্রচার?
এই ম্যাচের টেলিভিশন সম্প্রচার নেই, খেলা দেখা যাবে লাইভে অনলাইন অ্যাপ ফ্যানকোডে। এছাড়াও HT বাংলার ওয়েবসাইটেও ম্যাচের লাইভ ব্লগ দেখা যাবღে।
১৯৯৪ এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের ফুটবলারদের নিয়ে গড়া ব্রাজিল লেজেন্ড দলের কোচ হিসেবে ভারতে এসেছেন বিশ্বকাপ꧃জয়ী অধিনায়🐼ক দুঙ্গা। অতীতে রোনাল্ডিনহো কলকাতায় এসেছিলেন, কিন্তু সেটা ছিল পুজোর উদ্বোধনে। ভারতে এসে ফুটলসেও অংশ নিয়েছিলেন, কিন্তু ফুটবল মাঠে এমন ম্যাচে তাঁকে দেখা যায়নি। একসঙ্গে ব্রাজিলের এত তারকার খেলতে নামা ভারতের মাটিতে বিরল।
ভারতীয় দলে কারা?
ইন্ডিয়া অল স্টার্স দলের হয়ে খেলবেন মেহতাব হোসেন, আইএম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স, অ্যালভিꦓটো ডি কুনহা, সৈয়দ রহিম নবি, করণজিত সিং, ধরমরাজ রাভানান, শুভা🦩শিস রয় চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াদু, অর্ণব মণ্ডল, এনপি প্রদীপ, বিবিয়ানো ফার্নান্দেজ, মহেশ গাওলি, এ বেঙ্কটেশ। ইন্ডিয়া অল স্টার দলের কোচের হটসিটে বসতে দেখা যাবে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।