গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী গোষ্ঠী 'মেক আমেরিকা গ্রেট আগেন' বা মাগা-র হয়ে কলাম লেখেন এই অ্যাশলে সেন্ট ক্লেয়ার।