ক'দিন আগেই অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামে এক ট্রাম্পপন্থী লেখিকা দাবি করেছিলেন, তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন। তবে ইলন মাস্ক আজ দাবি করেছেন যে তিনি নিশ্চিত নন যে শিশুটি তার কিনা, তবে তিনি পিতৃত্ব পরীক্ষার মাধ্যমে সত্যিটা খুঁজে বের করার ক্ষেত্রে আপত্তি জানাননি। উল্লেখ্য, লরা লুমার সম্প্রতি অ্যাশলে সেন্ট ক্লেয়ারকে 'গোল্ড ডিগার' এবং 'প্রফেশনাল গ্যাসলাইটার' বলে অভিহিত করে একটি পোস্ট করেছিলেন এক্স-এ। সেই পোস্টেরই প্রতিক্রিয়া হিসেবে মাস্ক এই বিস্ফোরক দাবি করেন। এরই সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি দাবি করেন, তিনি সেন্ট ক্লেয়ারকে ২.৫ মিলিয়ন ডলার দিয়েছেন এবং প্রতি বছর আরও ৫ লাখ ডলার করে দিতে সম্মত হয়েছেন। (আরও পড়ুন: 'ওপারে প্রভু চিন্ময়,এপারে প্রভু হিরন্ময়', দাসপুরে সন🌞্ন্যাসীর ওপর হামলার অভিযোগ)
আরও পড়ুন: বাংলার পড়শি রাজ্যে ভয়াবহ রে𝕴ল দুর্ঘটনা, সংঘর্ষ দুই ট্রেনের, মৃত অনেকে
তবে ইলনের এই দাবির পরিপ্রেক্ষিতে অ্যাশলে পালটা তোপ দেগেছেন। তিনিܫ ইলন মাস্কের পোস্টের জবাবে লিখেছেন, 'আমাদের সন্তান 🌌(যার নাম আপনি রেখেছিলেন) জন্ম নেওয়ার আগেই আমি পরীক্ষার মাধ্যমে পিতৃত্ব নিশ্চিত করতে বলেছিলাম আপনাকে। তখন আপনি আমার দাবি খারিজ করে দিয়েছিলেন। এবং আপনি *আমাকে* টাকা পাঠাচ্ছিলেন না, আপনি আপনার সন্তানের জন্য সহায়তা পাঠাচ্ছিলেন যা আপনি প্রয়োজনীয় বলে মনে করেছিলেন। তবে পরে আমাকে শাস্তি দেওয়ার জন্যে সেই সাহায্যের অধিকাংশটাই প্রত্যাহার করে নেন আপনি। কিন্তু আপনি আসলে শুধু আপনার ছেলেকেই শাস্তি দিচ্ছেন।' এদিকে মাস্ক নাকি আদালতে গিয়ে অ্যাশলেকে চুপ করানোরও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক এর আগে ২০ বছরে অন্তত ১২ জন সন্তানের বাবা হয়েছেন। ২০০২ সালে প্রথমবার বাবা হয়েছিলেন ইলন মাস্ক। তাঁর প্রথম সন্তানের মা কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসন। তবে ইলনের প্রথম সন্তান মাত্র ১০ মাস বয়সেই মারা গিয়েছিল। এরপর আইভিএফ পদ্ধতিতে ইলন মাস্ক এবং নেভাদা পাঁচ সন্তানের অভিভাবক হয়েছিলেন। ২০০৮ সালে জাস্টিন উইলসন এবং মাস্ক বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী তালুলাহ রাইলিকে দু'বার বিয়ে করেন মাস্ক। তবে তাদের একসাথে কোনও সন্তান ছিল না। ২০২০ সালে গায়িকা গ্রিমেস মাস্কের সন্তানের মা হন। এরপর মাস্কের আরও দুই সন্তানের মা হয়েছিলেন গ্রিমেস। এদিকে নিজের কোম্পানি নিউরালিংকের আধিকারিক শিভন জিলিসের সঙ্গে মাস্কের দু'টি সন্তান আছে। এরপর শিভনের আরও এক সন্তান হয়েছিল। সেই সন্তানের বিষয়ে অবশ্য তথ্য গোপন করে রাখা হয়েছিল। (আরও পড়ুন: খলিস্তানি পান্নুন𒀰ের হাত থেকে ডোভালকে 'বাঁচায়' মার্কিন সিক্রেট সার্ভ🎀িস এজেন্টরা!)
আরও পড়ুন: 'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সেলিব্রেট করা হ🍸য় সীমান্তবর্তী✤ কিছু জেলায়'
গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী গোষ্ঠী 'মেক আমেরিকা গ্রেট আগেন' বা মাগা-র হয়ে কলাম লেখেন এই অ্যাশলে সেন্🔜ট ক্লেয়ার। তাঁর বছর মাত্র ২৬ বছর। তিনি একাধারে লেখিকা এবং ইনফ্লুয়েন্সারও বটে। নিজের ডানপন্থী মনোভাব প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যাশলে। এদিকে সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের এক সন্তানের শারীরিক অবস্থা খুব খারাপ 🏅বলে দাবি করেন গ্রিমেস। তবে গ্রিমেসের কথায় 'পাত্তা দেননি' মাস্ক। অপরদিকে অ্যাশলের দাবির পরিপ্রেক্ষিতেও প্রথমে মুখ খোলেননি মাস্ক। এই আবহে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্ত নেই।