বাংলা নিউজ >
দেখতেই হবে > SaReGaMaPa Atanu: পরীক্ষা চলছে, তারই ফাঁকে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরল অতনু
SaReGaMaPa Atanu: পরীক্ষা চলছে, তারই ফাঁকে পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরল অতনু
Updated: 04 Apr 2025, 07:34 PM IST লেখক Ranita Goswami #atanumishra #zeebanglasaregamapa #fishingvideo সারেগামাপা জয়ী অতনু মিশ্র নিজের ফেসবুকের পাতায় লিখেছে, ‘অনেকে জিজ্ঞেস করেছেন গতকাল বাংলা পরীক্ষা কেমন হলো? মোটামুটি হয়েছে। আসলে আমি এবারের ইউনিট টেস্ট এর পড়া দেরি করে শুরু করেছি তো তাই। পুরো ভালো হয়েছে বলতে পারলাম না। আশাকরি পরের পরীক্ষা থেকে ভালো পরীক্ষা দিতে পারব। আজ ইংলিশ আছে। দেখা যাক কেমন হয়?’ এদিকে অতনুর ফেসবুক পোস্ট বলছে পরীক্ষা পড়াশোনার ফাঁকে নিয়মিত রেওয়▨াজও চালিয়ে যাচ্ছে সে। পাশাপাশি বাড়ির পুকুর থেকে বড়শি দিয়ে একটা বিশাল মাছ ধরতেও দেখা যায় অতনুকে। ‘হা হা হা…আমি মাঝ ধরতে হেল্প করেছি।’