বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানের দল এদ𝕴িন সানরাইজার্স হায়দরাবাদের বিরജুদ্ধে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের এই জয়ে দল হিসেবে সকলেই অবদান রেখেছেন। এই ম্যাচের পর সবচেয়ে আলোচনায় ছিলেন বলিউড সুপারস্টার এবং কেকেআরের মালিক শাহরুখ খান। যিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা লেখেন।
এদিনের ম্যাচ জয়ের পরেই সাজঘরে বিশেষবার্তা পাঠান শাহরুখ খান। কেকেআর-এর খেলোয়াড়দের উদ্দেশ্যে এই ব💛ার্তা যেন রাহানে, বেঙ্কটেশদের কাছে ছি🦹ল বিশেষ উপহার। মাঠে উপস্থিত না থাকলেও, শাহরুখ নিশ্চিত করেন যে তার বার্তা দল পর্যন্ত পৌঁছায়। কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর সেই বার্তাটি খেলোয়াড়দের উদ্দেশে পড়ে শোনান। এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
শাহরুখ খান বার্তায় লেখেন
শাহরুখ নিজের 🍒বার্তায় লেখেন, ‘ওয়াও! আমি মনে করি এরকম ম্যাচ জেতার পিছনের রহস্য হল আমি যেন ম্যাচের আগে টিম মিটিংয়ে ভিডিয়ো মেসেজ দিই। তোমরা সকলেই চ্যাম্পিয়নের মতো খেলেছ – ൩আমরা অসাধারণ!’
এরপরে শাহরুখ নিজের দলের ক্রিকেটারদের নাম করে করে অভিনন্দন জানিয়েছেন। শাহরুখ খান লিখেছেন, ‘অংকৃষ তুমি এদিন অনবদ্য ছিলে। অজিঙ্কা ছিল দারুণ – একজন অধিনায়কের ইনিংস এবং দুর্দান্ত কৌশল। 🍷বেঙ্কি – খুব বেশি ভবিষ্যতের কথা ভেবে ফেলো না, শুধু এই মুহূর্তটা উপভোগ করো, এটাই তোমার জায়গা। রিঙ্কু – তোমায় আবার হাসতে꧂ দেখে খুব ভালো লাগছে, তুমি একজন চ্যাম্প!’
দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন … ধ🏅োনি আমার বাবা… কেন সঙ্গীত ছেড়ে বাইশ গজে এলেন পথিরানা? সামনে এল CSK তারকার অজানা কাহিনি
এরপরে বোলারদের নিয়ে লেখেন শাহরুখ খান। তিনি লেখেন, ‘বোলাররা, দারুণ কাজ – সুনীল আর বরুণ, তোমাদের এ🥀কসঙ্গে বল করতে দেখা সত্যিই জাদুকরী। আমি কাউকেই বাদ দিচ্ছি না। হর্ষিত – সুন্দর ক্যাচ আর দারুণ বোলিং ভাই! বৈভব – আজ তুমি ছিলে আসল তারকা। ওয়াও বৈভব – আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। মইন ভাই আর রমনদীপ – অভিনন্দন, এটা ছিল সম্মিলিত প্রচেষ্টা। অনুকূল, দারুণ ক্যাচ!’
আরও পড়ুন … পুরান-পোলার্ড-রশিদ-বোল্টের সঙ্গে অগ্নি! MLC 202𓆏5-র জন্য দল ঘোষণা করল MI New York
তবে এই বার্তায় ছিল কুইন্টন ডি'ককের জন্য বিশেষ লাইন। কুইন্টন ডি'ককের প্রশংসা করতে গিয়✨ে শাহরুখ খান লেখেন, ‘এই ম্যাচ থেকে একটি শেখার আছে – কুইন্টন ডি'ককের কথা শুনো।’ এরপরে শাহরুখ লেখেন, ‘সকলকে শুভেচ্ছা, ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে পার্টি করতে পারতাম। খুব শিগগিরই দেখা হবে!’
আরও পড়ুন … IPL 2025: মিথ্যে বলব না, কিছুটা চাপ আছে … নিজের প্রাইস ট্যাꦡগ নিয়ে কী বললেন বেঙ্কটেশ আইয়ার?
ম্যাচের সংক্ষিপ্তসার: কেকেআর বনাম এসআরএইচ
কেকেআরের ব্যাটিং ইনিংসে বেঙ্কটেশ আইয়ার এবং অংকৃষ রঘুবংশী দুর্দান্ত শুরু এনে দেন। অজিঙ্ক্য রাহানে ও রিঙ্কু সিংও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যা𝔍র ফলে দল ২০০/৬ রানের বড় স্কোর গড়ে। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায়। বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। এই জয়ে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দলকে উজ্জীবিত করলেন তাদের কর্ণধার শাহরুখ খান।