🐎 মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার অশ্বিনী কুমারকে গুরুমন্ত্র দিয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বইয়ের শেষ ম্যাচের জয়ের নায়ক এই তরুণ বোলারকে হার্দিক পান্ডিয়া মনে করিয়ে দিয়েছেন যে, যেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে না ভেবে, নিজের পরিকল্পনা কাজ করার কথা।
🌃মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক আরও বলেছেন যে, সব সময়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ১৫-২০ জন ইতিমধ্যে বিরুদ্ধে রয়েছে। নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেলে, কিছুই আর করা সম্ভব নয়। আইপিএলের অভিষেক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ৪টি মূল্যবান উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন অশ্বিনী কুমার। চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
অশ্বিনীকে গুরুমন্ত্র হার্দিকের
🦹একজন সত্যিকারের নেতার মতো হার্দিক পান্ডিয়াকে তাঁর তরুণ বোলারকে উৎসাহিত করতে দেখা গিয়েছে। অশ্বিনী গুরুমন্ত্র দিয়ে পান্ডিয়া বলেছেন, ‘ভালো ভাবে প্রস্তুত থাকতে হবে। সমস্ত প্রচেষ্টা এবং পরিকল্পনায় স্থির থাকতে হবে। প্রতিটি ম্যাচের জন্য অপেক্ষা করে হবে। প্রতিটি ম্যাচের আগে, আমি প্রত্যাশা নিয়ে যাই না। আমি শুধু আমার প্রস্তুতিকে বাস্তবায়ন করার চেষ্টা করি। তুঝে সফলতা কিউ মিলা? (কেন তুমি সাফল্য পেলি?) কারণ তুমি তোমার পরিকল্পনায় স্থির ছিলে এবং সঠিক লাইন ও লেন্থে বোলিং করেছ। তুমি শুধু তোমার পরিকল্পনা অনুসরণ করে যাও। বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। তুমি যদি ভালো বল করো, এর সুফল পাবেই। বেশিই উপরেও উঠতে হবে না, আবার নীচেও নামতে হবে, মাঝামাঝি জায়গায় থাকতে হবে। সেই ভারসাম্য ধরে রাখতে হবে।’
নিজের উপর বিশ্বাস রাখতে হবে
😼অশ্বিনীকে আরও পরামর্শ দিয়েছেন হার্দিক। বলেছেন, ‘আরও একটি জিনিস কখনও-ই করা উচিত নয়, তা হল নিজেকে সন্দেহ করা। তুমি এখানে আছো, কারণ তুমি ভালো প্লেয়ার। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো যে, তুমি সেরা, তবে তোমার বিপক্ষে এমনিতেই ১৫-২০ জন রয়েছে- বিরুদ্ধ দলের প্লেয়ার, তাদের ফলোয়ার, সাপোর্ট স্টাফ, তাহলে তুমি নিজেকে সুযোগ দেওয়ার মতো অবস্থাতেই থাকবে না। বল সঠিক জায়গায় রাখো, কেউ বাউন্ডারি মারলেও সমস্যা হবে না।’
অভিষেকেই রেকর্ড অশ্বিনীর
♊মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়েন ২৩ বছর বয়সী পেসার অশ্বিনী কুমার। পঞ্জাবের মোহালির এই বাঁ-হাতি ফাস্ট বোলার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে চমকে দেন। শেষ পর্যন্ত তিন ওভারে ২৪ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। এই দুর্দান্ত পারফরম্যান্সই অশ্বিনীকে রেকর্ডের শিখরে পৌঁছে দেয়। আইপিএল-এ অভিষেক ম্যাচে চার উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হিসেবে ইতিহাস গড়েন পঞ্জাবের সাহেবজাদা অজিত সিং নগরের ছেলে অশ্বিনী।