বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহেরই আলাদা মাহাত্ম্য রয়েছে। আর দুই গ্রহ যদি যুতি তৈরি করে, তাহলে তাও জ্যোতিষশাস্ত্রে খুবই তাৎপর্যপূর্ণ। গ্রহদের যুতির জেরে একাধিক রাশির জাতক জাতিকার জীবনে নানান ধরনের চড়াই উতরা দেখা যায়। তারফলে বহু রাশির জাতক 🎀জাতিকারা লাভের মুখ দেখতে যেমন পান, তেমনই বহু রাশিকে লড়াই চালিয়ে যেতে হয়। ইতিমধ্যেই গত ২৫ ফেব্রুয়ারি, শিবরাত্রির ঠিক আগে শূন্য ডিগ্রিতে একে অপরের সঙ্গে যুতি করেছেন বুধ ও শনি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। কাদের ভালো সময় শুরু হয়েছে, দেখা যাক।
কন্যা
এই যুতি আপনার রাশিতে ষষ্ঠস্থানে হচ্ছে। এই সময় আইন আদালতের মামলায় আপনি বিপুল লাভ পাবেন। আপনার গুপ্ত শত্রুদের আপনি চিনে নিতে পারেন। ব্যবসায় ভালো সাফল্য পাবেন। ব্যবসায় বড় প্রজেক্টের সাফল্য মিলবে। চাকরিরতদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির যোগ আসতে পারে। হঠাৎ করে হাতে এসে যেতে পারে টাকা। কোথাও যদি টাকা আটকে থাকে, তাহল⛎ে সেই টাকাও পেয়ে যেতে পারেন হাতে। পুরোনো বিনিয়োগ থেকে পাবেন লাভ। আপনার পরিকল্পিত যোজনা থেকে পেতে পারেন লাভ।
( Terrorist attack in Kashmir: কাশ্মীরে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের গুলি! শুর𓄧ু 'সার্চ অপারেশন’)
মকর
শনি ও বুধের পূর্ণ যুতি আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে। এই সময় আপনি আকস্মিক ধনলাভ করতে পারেন। ব্যবসায়ীদের ধনসম্পত্তি সংক্রান্ত সংকট দূর হবে, আর আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। জীবনে সুখ শান্তি আসবে, আর পারিবারিক সম্মন্ধ আগের থেকে ভালো হতে পারে। আপনার স🅠ংযোগ আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার সম্পর্ক তৈরির স্কিল দেখে অনেকেই আকৃষ্ট হতে পারেন। মিডিয়া, মার্কেটিংর সঙ্গে জড়িত ব্যক্তিরা পাবেন ভালো লাভ।
বৃশ্চিক
এই সময় আপনি ভৌতিক সুখ পেতে পারেন। কোনও গাড়ি, বাড়ি এই সময় কিনতে পারেন। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়তে পারে। ধনবৃদ্ধি ও পৈতৃক সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। ঋণের⛎ বোঝা থাকলে, তা থেকেও পেতে পারেন মুক্তি। পেশাগত বিভিন্ন প্রকল্প সাফল্য পাবে। আর্থিক পরিস𝕴্থিতি আগের থেকে ভালো থাকবে। এই সময় টাকার সঞ্চয় হবে। আপনার কার্যসিদ্ধি হবে এই সময়।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিনജ্দুস্তান টাইম⭕স বাংলা। )