জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল হলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নবগ্রহের মধ্যে। জ্যোতিষ গণনা বলছে, জাতক জাতিকার কর্মে নিরিখে ফল দেন শনিদেব। আর আত্মবিশ্বাস, উদ্দীপনা, সাহসের কারক হলেন সেনাপতি 💜মঙ্গল। এই দুই গ্রহের অবস্থানের পরিবর্তন ১২ রাশির জাতক জাতিকার ওপর পড়তে আরম্ভ করে। এবার আসন্ন ৯ ফেব্রুয়ারি, শনি ও মঙ্গল একে অপরের নবম ও পঞ্চমভাবে একটি বিশেষ অবস্থানে আসতে চলেছেন। তৈরি হবে নবপঞ্চম যোগ। তার প্রভাবে ভাগ্যে সোনার চমক আসতে পারে একাধিক রাশির জাতক জাতিকার। দেখে নেওয়া যাক, লাকি কারা।
কর্কট
নবপঞ্চম যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে লাভ পাবেন। অপার ধনলাভের যোগ রয়েছে। মান সম্মান হু হু করে বাড়তে পারে। আপনাদের ভাগ্যে মুনাফাও বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাꦦলোর দিকে যেতে পারে। ধনলাভের যোগ তৈরি হবে। তবে বিনা কারণে খরচ থেকে বিরত থাকতে পারেন। বিভিন্ন কারণꦇে এই সময় দারুন খুশি হতে পারেন।
মীন
নবপঞ্চম যোগ খুবই বিশেষ প্রভাব ফেলতে পারে মীন রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। কেরিয়ারে যে সমস্ত চাপ চলছে, তা থেকে পেতে পারে🌟ন মুক্তি। ব্যবꩵসায় আপনি নিজের প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারেন। জীবনে আসতে পারে দারুন আরাম। পার্টনারের সঙ্গে চলমান সমস্যা এবার সমাপ্তির দিকে যেতে পারে।
কুম্ভ
এই সময় আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়তে পারে। নবপঞ্চম রাজযোগ খুবই লাভদায়ক হয়। এই সময়কালে ধার্মিক কাজে জোর দিয়ে অংশ গ্রহণ করতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক দেখা যেতে পারে কর্মস্থলে। আর্থিক পরিস্থিতিও ভালো দিকে যেতে পারে। রোজগারের রাস্তা আগের থেকে আরও ভালো হতে পারে। সব ইচ্ছা পূরণের সম্ভাবনা💦 এইꦬ সময় রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। জীবনে সুখ আর সৌভাগ্য বৃদ্ধি হতে পারে।
কবে, কখন রয়েছে নবপঞ্চম যোগ?
৯ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে শনি ও মঙ্গল একে অপরের✃ নবম ও পঞ্চমভাবে থাকবেন। ফলে তাঁরা একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি অবস্থানে থাকবেন। তার প্রভাব ১২ রাশিতে পড়বে। তাতে ব্যাপক লাভ পাবেন বহু রাশির জাতক জাতিকারা। আভাস জ্যোতিষমতের।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যা🐭চাই করেনি 💮হিন্দুস্তান টাইমস বাংলা।)