শনিবার শুরু হচ্ছে ২০২৫র দ্বিতীয় গ্রহণ। কিছুদিন আগেই মার্চে ছিল চন্দ্রগ্রহণ। তারপর মার্চের শেষে এবার ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে তারই সঙ্গে অনেকেরই কৌতূহল রয়েছে এই সূর্যগ্রহণ ঘিরে। কখন থেকে🍰 এই গ্রহণ শুরু হচ্ছে বা কখন এই গ্রহণ শেষ হচ্ছে, সেদিকে তাকিয়ে অনেকে।
মার্চের সূর্যগ্রহণ ২০২৫ কখন?
২৯ মার্চ শনিবার পড়ছে সূর্যগ্রহণ। সেদিন ভারতীয়⛦ সময় অনুসারে দুপুর ২ টো ২০ মিনিট ৪৩ সেকেন্ডে এই গ্রহণ শুরু হচ্ছে। আর সূর্যগ্রহণের সর্বোচ্চ෴ মুহূর্ত থাকবে বিকেল ৪ টে ১৭ মিনিট ২৭ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডে। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে এই গ্রহণ চলবে। সাধারণত, গ্রহণের সময় খাবার খাওয়ার নিয়ম নেই। এদিকে, যেহেতু এই গ্রহণ দুপুরে লাগছে, তাই মধ্যাহ্নভোজের দিক থেকে এই গ্রহণ হিন্দুধর্মমতে বেশ তাৎপর্যপূর্ণ।
গ্রহণ ঘিরে কিছু প্রচলিত মত:-
বলা হয়, গ্রহণ চ💜লাকালে খাবার ও পানীয়ের ওপর তুলসী পাতা দিয়ে রাখার নিয়ম রয়েছে। ঘি ও আচারে𓆏র পাত্রেও তুলসী রেখে থাকেন অনেকে।
গ্রহণ সম্পন্ন হলে অনেকেই ♊পবিত্র নদীতে স্নান করে থাকেন। এমন আচার হিন্দুধর্মে প্রচলিত। গ্রহণের পর অনেকেই নিচের ঘর বিশেষত ঠাকুর ঘর পরিষ্কার করেন।
গ্রহদের কার কী অবস্থান থাকবে?
শাস্ত্রমতে, বছরের দ্বিতীয় গ্রহণের সময় সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং রাহুর অবস্থান থাকবে মীন রাশিতে। গ্রহণের সময় গ্রহগুলির মধ্যে বৃষ রাশিতে থাকবেন বৃ🦄হস্পতি। মঙ্গল অবস্থান করবেন মিথুনে। কেতু থাকবেন কন্যা রাশিতে।
( Chaitra Amavasya 2025 Tithi: চৈত্র অমাবসဣ্যা ২০২৫ আজ কখন থেকে পড়ছে? রইল তিথি, পঞ্জিকামত)
অমাবস্যায় গ্রহণ, স্নান কি সম্ভব?
চলতি বছরে মার্চ মাসের সূর্য গ্রহণে কোনও সূতককাল নেই। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। গ্রহণের ৯ ঘণ্টা আগের সময়কে ধরা হয় সূতককাল। সেই সম🎉য় কিছুটা সতর্ক থাকতে হয়। তবে গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না,তাই সুতক🎶কাল কার্যকরি নয়।
এবছরেও মহালয়ায় সূর্যগ্রহণ?
উল্লেখ্য, বছরের দ্বিতীয় সূর্য গ্রহণটি মহালয়ায় রয়েছে। ২১ඣ সেপ্টেম্বর পড়ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। আর সেই দিনই রয়েছে মহালয়া।